South24Parganas News: প্রাক্তন স্ত্রীর পেটে ছুরি মেরে পলাতক যুবক! হাড় হিম করা ঘটনা জয়নগরে

Last Updated:

পারাবারিক অশান্তির জেরে এক গৃহবধূ কে পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, ঘটনা টি ঘটেছে জয়নগর থানার বামনগাছি অঞ্চলের কামারিয়া গ্রামে

+
হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন আহত স্ত্রী

#জয়নগর: প্রাক্তন বউকে পেটে ছুরি মারল প্রাক্তন স্বামী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারাবারিক অশান্তির জেরে এক গৃহবধূ কে পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বামনগাছি অঞ্চলের কামারিয়া গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহবধূর প্রাক্তন স্বামী নুুর আলম মোল্লা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে জয়নগর থানার পুলিশ।
গুরুতর জখম অবস্থায় গৃহবধূ পারুলি শেখকে পরিবারের লোকজন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আহত গৃহবধূ এখন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
এ ব্যাপারে আহত গৃহবধূ পারুলি শেখ এর দিদি হালিমা লস্কর জানান, "আমার বোনকে প্রথমে বিয়ে করে নুর আলম মোল্লা। তাঁকে মিথ্যে বদনাম দিয়ে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করে। আমার বোন দু-বছর আমার বাড়িতে ছিল। তারপর আমি একটা ভালো ছেলে দেখে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই। হঠাৎ আমার বোনের প্রথম স্বামী এসে ওর পেটে ছুরি মারে। তারপর ওকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি আমরা।" তবে এ ব্যাপারে পারুলি শেখ (আহত গৃহবধূ) জানান, "দু'বছর আমার ওঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি নতুনভাবে সংসার করছি কিন্তু হঠাৎ ও আমাকে এভাবে ছুরি মারবে আমি ভেবে উঠতে পারছি না। কী কারণে মারল? কেনই বা মারল আমি তো ওঁর কোনও ক্ষতি করিনি। আমি এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে বলেছি কেন মারল? কী জন্য মারল?এর সঠিক বিচার হোক।" পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: প্রাক্তন স্ত্রীর পেটে ছুরি মেরে পলাতক যুবক! হাড় হিম করা ঘটনা জয়নগরে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement