TRENDING:

Bankura News: চোখ থেকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার! অদম্য লড়াই শেষে জয়ী প্রাক্তন শিক্ষক

Last Updated:

বাঁকুড়ার গোয়েঙ্কা বিদ্যায়তনের বাংলা বিভাগের শিক্ষক আলোক মণ্ডল। আজ থেকে প্রায় আড়াই দশক আগে ক্যান্সারের সঙ্গে তাঁর লড়াই শুরু হয়েছিল। চেন্নাইয়ে চিকিৎসা করতে গিয়ে চোখে ধরা পড়ে ক্যান্সার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ক্যানসার মানেই মৃত্যু নয়। গোটা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়লেও মনে জোর থাকলে জীবন যুদ্ধে যে জেতা যায় তা প্রমান করলেন শিক্ষক অলোক মণ্ডল। ১৯৯৯ সালে হঠাৎ ফুলে গিয়েছিল ডান চোখ। স্থানীয় চিকিৎসক জানিয়ে দেন জ্বটিলরোগ, বাঁকুড়ায় চিকিৎসা সম্ভব নয়। এরপর ডান চোখে ব্যথা এবং বুকভরা উৎকণ্ঠা নিয়ে পাড়ি দেন চেন্নাই।
advertisement

আরও পড়ুন: দু’বছর পর শিলিগুড়িতে শুরু নাট্যমেলা

বাঁকুড়ার গোয়েঙ্কা বিদ্যায়তনের বাংলা বিভাগের শিক্ষক আলোক মণ্ডল। আজ থেকে প্রায় আড়াই দশক আগে ক্যান্সারের সঙ্গে তাঁর লড়াই শুরু হয়েছিল। চেন্নাইয়ে চিকিৎসা করতে গিয়ে চোখে ধরা পড়ে ক্যান্সার। অপারেশন হয়। কিন্তু এবার ক্যান্সার পৌঁছে যায় বাম চোখে। তারপর কিডনির একটু উপরে এবং গলায়। এই শিক্ষকের শরীরের একাধিক জায়গায় কর্কট রোগ ছড়িয়ে পড়ে। মারণ রোগের চিকিৎসা করাতে গিয়ে তিনি কার্যত সর্বশান্ত হয়ে পড়েন। বাধ্য হয়েই শরীরে টিউমার নিয়ে ফিরে আসেন বাঁকুড়ার বাড়িতে। এরপর কলকাতায় শুরু করেন ক্যান্সার চিকিৎসা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কিন্তু এখানে চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে পাড়ি দেন মুম্বই। সেখানে ছ’টা কেমোথেরাপি এবং ১১৪ টা রেডিয়েশন এবং প্রায় ৮-৯ বছরের শারীরিক এবং মানসিক লড়াইয়ের পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অলোকবাবু। এই যুদ্ধে পাশে ছিলেন তাঁর স্ত্রী হীরামনি মণ্ডল। আলোকবাবু বাড়ি ফিরে এসে বাঁকুড়া লাইফ ওয়েলফেয়ার সোসাইটি নামে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতামূলক এক সংগঠন গড়ে তোলেন।

advertisement

বরাবরই কবিতা ভালোবাসেন শিক্ষক আলোক মণ্ডল। বাংলা সাহিত্যের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। চেন্নাইয়ে ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে দিনে প্রায় ২৪ ঘণ্টাই শুয়ে থাকতে হত তাঁকে। সেই সময় তিনি লিখেছিলেন বেশ কিছু কবিতা। মোট ১১টি কবিতার বই রয়েছে এই প্রাক্তন শিক্ষকের। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার পিছনে মানসিক জোর ও পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: চোখ থেকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার! অদম্য লড়াই শেষে জয়ী প্রাক্তন শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল