সাংসদ থাকার সময়েও তাঁর অনুপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা, অভিযোগ উঠে এসেছে যাদবপুর থেকে। কারণ রাজ্য রাজনীতিতে লোকসভা হোক বা বিধানসভা, যাদবপুর বরাবর একটা বড় ফ্যাক্টর। এবারের ওই কেন্দ্রের প্রার্থী হয়েছেন আরও এক অভিনেত্রী সায়নী ঘোষ৷ তাকে প্রার্থী করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আগের বারে আপনারা এভাবে পরিষেবা পাননি, তাই এবারে আপনাদের ঘরের মেয়েকে প্রার্থী করা হয়েছে। আগের সাংসদ প্রসঙ্গে বলা হয় যে তাঁর কোন দোষ ছিল না, তিনি খুব ব্যস্ত ছিলেন কারণ অভিনয় নিয়ে৷
advertisement
আজ ভোটের দিনে ওই কেন্দ্রের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী সারদা একাডেমি ২১০, কসবা ১৭৭ নম্বর বুথে মায়ের সঙ্গে এসে ভোট দিয়ে তিনি ভোটের ফলাফল নিয়ে কিছু বলতে চাইলেন না৷ তবে ভোট ব্যবস্থার প্রশংসা করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী। মাকে নিয়ে তিনি এদিন ভোট দিতে যান। এক বয়স্ককে ভোট দিতে সাহায্য করতেও দেখা যায় তাকে।
সুমন সাহা