আরও পড়ুন: জলের ট্যাঙ্কের উপর উঠতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দুই শ্রমিকের, লোহার নড়বড়ে সিঁড়ি ডেকে আনল বিপদ
সবে বসন্তের শুরু। মঙ্গলবার সন্ধেয় দাউ দাউ করে জ্বলতে থাকল বুড়িশোলের জঙ্গল। পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা থেকে লালগড় যাওয়ার রাজ্য সড়কের দুই পাশে শাল জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা রাস্তা ঢেকে যায় কালো ধোঁয়ায়। সন্ধের পরে ঘটনাটি ঘটায় বিপদ সে অর্থে না হলেও পুড়ে গিয়েছে বেশ কয়েক মিটার ঘন অরণ্য। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক প্রাণ। প্রাণ গিয়েছে একাধিক সবুজ গাছের। তবে এই অগ্নিকান্তের নেপথ্যে মূল ঘটনা কী? তার খোঁজ চালাচ্ছে বন বিভাগ। পাশাপাশি আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয় বনবিভাগের পক্ষ থেকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রসঙ্গত, পাতা ঝরার এই মরশুমে বহু মানুষ ইচ্ছাকৃতভাবে আনন্দ উদযাপনের কারণে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। কোথাও আবার ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে পুড়ে ছাই হয়ে যায় বিঘার পর বিঘা সবুজ গাছের জঙ্গল। বারংবার বন দফতরের তরফে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে এই বিষয়ে। তবুও বছরের পর বছর সেই একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে। এর ফলে দূষণ যেমন বাড়ছে তেমনই নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। যা নিয়ে চিন্তায় পরিবেশবিদ থেকে শুরু করে বন্যপ্রাণী বিশেষজ্ঞ সকলেই।
রঞ্জন চন্দ