প্রসঙ্গত , বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর – বাঁকুড়া রাস্তায় রঘুনাথপুর থানার অন্তর্গত কাশতোড়া জঙ্গলে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনায় জেরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কাশতোড়া জঙ্গলে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে। আগুনে পুড়ে বহু গাছ নষ্ট হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকল ও রঘুনাথপুর থানার পুলিশে ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
আরও পড়ুন: বরযাত্রী নয়, ব্যান্ড পার্টি বাজিয়ে ভোটের প্রচার করলেন প্রার্থী
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই জঙ্গলটি বিরাট আকারের হওয়ার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। স্থানীয় মানুষদের বিষয়টি নজরে আসতেই খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাওয়ার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে।
অগ্নিকান্ডের জেরে আশেপাশে এলাকার মানুষদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন এলাকার মানুষেরা। যদিও এই অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি