TRENDING:

রাতের অন্ধকারে কুয়োয় পড়ল হস্তি শাবক! সুপারহিরো হয়ে এল জেসিবি, তারপর কী হল জানেন?

Last Updated:

Elephant Rescue: পুরুলিয়ার গন্ধুডি গ্ৰামের একটি কুয়োয় পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করল বাঘমুন্ডি বনবিভাগ। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় জেসিবির মাধ্যমে হস্তি শাবক উদ্ধার। তারপর হস্তি শাবকটিকে তার দলে ফিরিয়ে দেয় বনবিভাগ।‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বনবিভাগের তৎপরতায় প্রাণে বাঁচল হস্তি শাবক। গন্ধুডি গ্ৰামের একটি কুয়োয় পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করল বাঘমুন্ডি বনবিভাগ। বনদফতর সূত্রে জানা গিয়েছে , বিগত বেশ কয়েকদিন ধরেই ১৬-১৭টি হাতির একটি দল বাঘমুন্ডি এলাকায় ঘোরাফেরা করছে। মঙ্গলবার সেই দলের একটি শাবক রাতের অন্ধকারে ওই পথ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত কুয়োর মধ্যে পড়ে যায়।
advertisement

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের কর্মীরা। বনদফতরের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার হয় হস্তি শাবকটি। জেসিবির মাধ্যমে হস্তি শাবক উদ্ধার। তারপর হস্তি শাবকটিকে তার দলে ফিরিয়ে দেয় বনবিভাগ।‌ হাতি আনাগোনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের পরিবেশ রয়েছে বাঘমুন্ডি-ঝাড়খন্ড এলাকার বনাঞ্চলের গ্রামগুলিতে।

আরও পড়ুনঃ খুদে পড়ুয়ার দেহে ছুটছে দেশাত্মবোধের রক্ত! নির্বাক অভিনয়ে দেখে গায়ে কাঁটা দেবে, মঞ্চ কাঁপিয়ে প্রথম ‘এই’ বিদ্যালয়

advertisement

এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা পরীক্ষিত কুইরি বলেন, তাদের গ্রামে হাতির একটি দল ঘোরাঘুরি করছে। তারা একটা আস্তানা গড়ে তুলেছে সেখানেই। এইভাবে হাতি ঘোরাঘুরি করার ফলে এলাকার লোকজন বেশ কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। বনবিভাগ দ্রুত সমাধানের আশ্বস দিয়েছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

হাতির দলটি বর্তমানে বাঘমুন্ডি ও ঝাড়খন্ড সীমান্তবর্তী বনাঞ্চলে অবস্থান করছে বলে জানা গিয়েছে। মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। যদিও বনবিভাগ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ক্রমাগতই বনকর্মীরা টহলদারি চালিয়ে যাচ্ছেন। গ্রামাঞ্চলের মানুষদের সতর্ক করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে কুয়োয় পড়ল হস্তি শাবক! সুপারহিরো হয়ে এল জেসিবি, তারপর কী হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল