এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের কর্মীরা। বনদফতরের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার হয় হস্তি শাবকটি। জেসিবির মাধ্যমে হস্তি শাবক উদ্ধার। তারপর হস্তি শাবকটিকে তার দলে ফিরিয়ে দেয় বনবিভাগ। হাতি আনাগোনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের পরিবেশ রয়েছে বাঘমুন্ডি-ঝাড়খন্ড এলাকার বনাঞ্চলের গ্রামগুলিতে।
advertisement
এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা পরীক্ষিত কুইরি বলেন, তাদের গ্রামে হাতির একটি দল ঘোরাঘুরি করছে। তারা একটা আস্তানা গড়ে তুলেছে সেখানেই। এইভাবে হাতি ঘোরাঘুরি করার ফলে এলাকার লোকজন বেশ কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। বনবিভাগ দ্রুত সমাধানের আশ্বস দিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাতির দলটি বর্তমানে বাঘমুন্ডি ও ঝাড়খন্ড সীমান্তবর্তী বনাঞ্চলে অবস্থান করছে বলে জানা গিয়েছে। মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। যদিও বনবিভাগ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ক্রমাগতই বনকর্মীরা টহলদারি চালিয়ে যাচ্ছেন। গ্রামাঞ্চলের মানুষদের সতর্ক করা হচ্ছে।