TRENDING:

দাউ দাউ করে জ্বলছে আগুন! ছারখার জঙ্গল...এ কী অবস্থা? পাতা ঝরার মরশুমে বেহাল বাস্তুতন্ত্র

Last Updated:

Jhargram news: পাতা ঝরার মরশুমে প্রতিদিন দেখা যাচ্ছে জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন। ফলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে জঙ্গলের বাস্তুতন্ত্র। জঙ্গলকে রক্ষা করতে অভিনব পদ্ধতি অবলম্বন করেছে ঝাড়গ্রাম বন বিভাগ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: প্রাকৃতিক নিয়মে শীতের শেষে বসন্তকালীন নতুন পাতা সৃষ্টির সময় গাছ থেকে পুরানো পাতাগুলি ঝরে পড়ে, এবং শুকনো হয়ে মাটিতেই মিশে যায়। কিন্তু এই শুকনো পাতাগুলির উপরে অসামাজিক কিছু মানুষের দৃষ্টি পড়তেই সেখানে জ্বলে ওঠে আগুন যা জঙ্গলে লক্ষ্য করা যায় যা কখনওকখনওরাস্তার ধারে, কোথাও বা লোকালয়ে। এর ফলে যে আদতে জীব বৈচিত্র্য এই সমস্যার মুখে পড়বে তা হয়ততাদের এখনও জানা নেই।
advertisement

দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ

জঙ্গলের মধ্যে আগুন লাগানো সে কেবলমাত্র শুধু কয়েকদিনের ব্যাপার তা নয়, প্রতি বছরই এই জঙ্গলের মধ্যে আগুন লাগানো হয়ে থাকে। বন দফতর বারবার মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে কার্ড লাগিয়ে মানুষের মধ্যে প্রচার করে আগুন লাগানো বন্ধ করতে পারেনি। দিনের পর দিন সেই প্রবণতা যেন বেড়েই চলেছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলার কলাবনি জঙ্গল মোহনপুর জঙ্গল সহ একাধিক জঙ্গলে রোজ আগুন লাগানোর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। প্রচার করেও মানুষের মধ্যে হুঁশ ফিরছে না।

advertisement

সাপ ঘরে ঢুকলে ভয় পাবেন না! রান্নাঘরে গিয়ে করুন ‘ছোট্ট’ এই কাজ…সাপ লেজ তুলে পালাবে!

জঙ্গলে আগুন লাগানো বন্ধ করতে সাধারণ মানুষদের সচেতন করতে বনদফতরেরতরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়। এতদিন প্লেকার্ড ফ্লেক্স বা ব্যানার জঙ্গলে লাগিয়ে জঙ্গলের মধ্যে আগুন না লাগানোর বার্তা দেওয়া হত। এবার সেখান থেকে সরে এসে র‍্যালির মাধ্যমে পথ চলতি মানুষকে সচেতন করার উদ্যোগ নিল বন দফতর। ঝাড়গ্রাম শহরের অবস্থিত শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ স্কুল থেকে শুরু হয়ে এই র‍্যালি পুরো শহর পরিক্রম করে, এই র‍্যালিতে উপস্থিত ছিলেন বন দফতরেরএকাধিক আধিকারিক সহ ঝাড়গ্রামের সমাজ সচেতনতামূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিত্ব ও শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ স্কুলের ছাত্রীরা।

advertisement

ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে এই র‍্যালিতে পা মেলান। পোস্টারিং করে ফ্লেক্স বা ব্যানার লাগিয়ে কোন সুফল মেলেনি, ঝাড়গ্রামে,প্রতিনিয়ত জঙ্গলে আগুন লাগানোর ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। তাই শুধু জঙ্গলে প্রচার না করে শহরের অলিতে গলিতে সেই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বন দফতরের এহেন উদ্যোগ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাউ দাউ করে জ্বলছে আগুন! ছারখার জঙ্গল...এ কী অবস্থা? পাতা ঝরার মরশুমে বেহাল বাস্তুতন্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল