দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
জঙ্গলের মধ্যে আগুন লাগানো সে কেবলমাত্র শুধু কয়েকদিনের ব্যাপার তা নয়, প্রতি বছরই এই জঙ্গলের মধ্যে আগুন লাগানো হয়ে থাকে। বন দফতর বারবার মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে কার্ড লাগিয়ে মানুষের মধ্যে প্রচার করে আগুন লাগানো বন্ধ করতে পারেনি। দিনের পর দিন সেই প্রবণতা যেন বেড়েই চলেছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলার কলাবনি জঙ্গল মোহনপুর জঙ্গল সহ একাধিক জঙ্গলে রোজ আগুন লাগানোর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। প্রচার করেও মানুষের মধ্যে হুঁশ ফিরছে না।
advertisement
সাপ ঘরে ঢুকলে ভয় পাবেন না! রান্নাঘরে গিয়ে করুন ‘ছোট্ট’ এই কাজ…সাপ লেজ তুলে পালাবে!
জঙ্গলে আগুন লাগানো বন্ধ করতে সাধারণ মানুষদের সচেতন করতে বনদফতরেরতরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়। এতদিন প্লেকার্ড ফ্লেক্স বা ব্যানার জঙ্গলে লাগিয়ে জঙ্গলের মধ্যে আগুন না লাগানোর বার্তা দেওয়া হত। এবার সেখান থেকে সরে এসে র্যালির মাধ্যমে পথ চলতি মানুষকে সচেতন করার উদ্যোগ নিল বন দফতর। ঝাড়গ্রাম শহরের অবস্থিত শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ স্কুল থেকে শুরু হয়ে এই র্যালি পুরো শহর পরিক্রম করে, এই র্যালিতে উপস্থিত ছিলেন বন দফতরেরএকাধিক আধিকারিক সহ ঝাড়গ্রামের সমাজ সচেতনতামূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিত্ব ও শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ স্কুলের ছাত্রীরা।
ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে এই র্যালিতে পা মেলান। পোস্টারিং করে ফ্লেক্স বা ব্যানার লাগিয়ে কোন সুফল মেলেনি, ঝাড়গ্রামে,প্রতিনিয়ত জঙ্গলে আগুন লাগানোর ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। তাই শুধু জঙ্গলে প্রচার না করে শহরের অলিতে গলিতে সেই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বন দফতরের এহেন উদ্যোগ।
বুদ্ধদেব বেরা