অনূর্ধ্ব ১৫ সুব্রত কাপে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। ফলে এবার তাদের সুযোগ মিলেছে জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের। আর তা নিয়ে এখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছে সকলে।
আরও পড়ুন: জেলায় ম্যারাথন! স্বাধীনতা দিবসের পরের দিন বাংলার ক্রীড়া জগতে ঝড়
২০২৩ সালে প্রথম জাতীয় স্তরে সুযোগ পায় এই স্কুলটি। সেবার সেমি ফাইনাল পর্যন্ত গিয়েছিল। ২০২৪ সালে অবশ্য কোয়াটার ফাইনালেই পরাজয় বরণ করতে হয়। ফের এই বছর রাজ্য চ্যাম্পিয়ন হিসাবে জাতীয় স্তরে খেলার সুযোগ এসেছে। চলতি বছরে জঙ্গলমহলের এই স্কুলটির পড়ুয়ারা অনূর্ধ্ব ১৭ সুব্রত কাপের ফাইনালে পরাজিত হলেও অনূর্ধ্ব ১৫ দলটি সুব্রত কাপে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলে স্কুলটির এই লাগাতার সাফল্যের পিছনে সকলেই মূল কৃতিত্ব দিচ্ছেন শরীর শিক্ষার শিক্ষক নন্দদুলাল ভৌমিক’কে।
advertisement
তিনি প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের খেলার মান উন্নয়নের চেষ্টা করে চলেছেন। যার সুবাদে স্কুলের ঝুলিতে এসেছে প্রায় ৫৫ টি পুরস্কার। অথচ শুনলে অবাক হবেন এত সাফল্য সত্ত্বেও স্কুলটির নিজস্ব কোনও খেলার মাঠ নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রামের এই স্কুলের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র ইতিমধ্যেই কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনে দাপটের সঙ্গে খেলছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুব্রত মুর্মু, দীপু মাহাত, বীরবল সরেন’রা। গত বছর আই লিগ মাতিয়েছে মেঘনাদ হাঁসদা। সেও এই স্কুলের প্রাক্তন পড়ুয়া। প্রধান শিক্ষক ড. শৈবাল মহাপাত্র বলেন, আমাদের স্কুলের তেমন ফান্ড নেই। ক্রীড়া সামগ্রী দিয়ে সাহায্য করলে এই সমস্ত প্রতিভাবান ছাত্ররা তাদের প্রতিভা আরও মেলে ধরতে পারবে। বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু মেলেনি সাহায্য। তাঁর একটাই আর্জি, প্রশাসন একটু এদের দিকে নজর দিক। তাহলে আরও অনেক সাফল্য জঙ্গলমহল থেকে বেরিয়ে আসবে।