TRENDING:

PK Banerjee House: ফুটবলার পিকের বাড়ির খুনের ঘটনার পেছনে আসল কারণ কি? উঠে আসছে একের পর এক চাঞ্চল‍্যকর তথ‍্য! ৫০০০ টাকা ‘চুরিই’ কি কারণ?

Last Updated:

PK Banerjee House: প্রাক্তন ফুটবলার পিকের বাড়িতে খুনের ঘটনায় বিরাট চাঞ্চল‍্য। রান্না ঘরে খুন কেয়ারটেকার। জানা গেল চাঞ্চল্যকর তথ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা:  প্রাক্তন ফুটবলার পিকের বাড়িতে খুনের ঘটনায় বিরাট চাঞ্চল‍্য। রান্না ঘরে খুন কেয়ারটেকার। ড্রাইভার এবং কেয়ারটেকারের মধ‍্যে বচসা জেরেই খুন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। পিকের সল্টলেকের জিডি ব্লকের বাড়িতে এই খুনের ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার করা হয়েছে ড্রাইভার বরুণ ঘোষকে।
তদন্তে পুলিশ
তদন্তে পুলিশ
advertisement

সূত্রের খবর, মদের আসরে টাকা গায়েব নিয়ে ঝগড়া এবং হাতাহাতি শুরু হয়। কিছুদিন আগেই পিকের বাড়ি থেকে চুরি যায় ৫০০০ টাকা। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বাড়ির দায়িত্বে থাকা পাঁচজন কেয়ারটেকারকে। পরবর্তীতে রাতে, পরিবারের সদস্যরা ঘুমিয়ে যাওয়ার পর রান্নাঘরেই বসেছিল মদের আসর। সেখানেই টাকার প্রসঙ্গ উঠতেই পরিচারকদের মধ্যে বাঁধে।

advertisement

আরও পড়ুন: ‘আমি চুরি করিনি…’ আদালতে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক দাবি ধৃত ড্রাইভারের! পিকের বাড়িতে খুনের ঘটনায় নয়া মোড়

এই বচসাই পর্যায়ে চরম পর্যায়ে পৌঁছায়। কেয়ারটেকার গোপীনাথ মুহুরীর সঙ্গে ড্রাইভার বরুণ ঘোষের বাকবিতণ্ডা চরমে পৌঁছালে রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোপীনাথকে এলোপাথাড়ি কোপায় বরুন বলেই অভিযোগ। অভিযোগ, ছুরি দিয়ে গোপিনাথের বুকে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন ওই পরিচালক। এরপরই চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

advertisement

View More

ঘটনার খবর পেয়েই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে অভিযুক্ত বরুণ ঘোষকে গ্রেফতার করে। এদিন তাকে আদালতে পেশ করা হয় পুলিশে হেফাজতের আবেদন চেয়ে। তবে কেন এমন ঘটনা ঘটল! টাকার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এদিন সকালে বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ব্যানার্জি পরিবারের সদস্যদের সঙ্গে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত গোপীনাথ মুহুরীর বাড়ি উদয়নারায়নপুর বলে জানা গিয়েছে। ওই বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: শুক্রের উদয়ে পাল্টে যাবে ভাগ‍্যের মোড়! সুখ-সমৃদ্ধির বন‍্যা, টাকার বৃষ্টি ৩ রাশির জীবনে

প্রসঙ্গত, ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন পিকে। জাতীয় দলের জার্সিতে ৫২টি ম্যাচ খেলে ১৬টি গোল রয়েছে তাঁর নামে। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী-সহ একাধিক সম্মান লাভ করেছিলেন প্রাক্তন এই ফুটবলার। ২০২০ সালের ২০ মার্চ কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তার বাড়িতেই এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PK Banerjee House: ফুটবলার পিকের বাড়ির খুনের ঘটনার পেছনে আসল কারণ কি? উঠে আসছে একের পর এক চাঞ্চল‍্যকর তথ‍্য! ৫০০০ টাকা ‘চুরিই’ কি কারণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল