PK Banerjee House: ‘আমি চুরি করিনি...’ আদালতে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক দাবি ধৃত ড্রাইভারের! পিকের বাড়িতে খুনের ঘটনায় নয়া মোড়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
PK Banerjee House: প্রয়াত প্রাক্তন ফুটবলার পিকের বাড়িতে খুনের ঘটনায় বিরাট চাঞ্চল্য। দুই কেয়ারটেকারের মধ্যে বচসার জেরেই খুন বলেই পুলিশ সূত্রে খবর।
কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার পিকের বাড়িতে খুনের ঘটনায় বিরাট চাঞ্চল্য। ড্রাইভার এবং কেয়ারটেকারের মধ্যে বচসার জেরেই খুন বলেই পুলিশ সূত্রে খবর। ঘটনায় গ্রেফতার হওয়া যুবক বরুণ ঘোষকে আদালতে নিয়ে যাওয়ার সময় মৃত ব্যক্তি গোপীর বিরুদ্ধে গালিগালাজ, চুরি-সহ একাধিক অভিযোগ আনে বরুন।
সূত্রের খবর, আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত বরুন ঘোষ জানায়, ‘‘টাকা চুরি করেছিল। টাকা পয়সা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। আমাকে অনেক কথা বলেছিল। টাকা আমি চুরি করিনি। আমি ওপরে যাই না,ওরা যায়। ছুরি ওই নিয়ে আসে ও আগে আমাকে গলায় মারে। গালিগালাজ করছিল।’’
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পরও পরকীয়া! ২৭ বছরের ছোট এই নায়িকার প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, হেমা জানতেই…
advertisement
advertisement
প্রসঙ্গত, ঘটনায় ধৃত যুবক বরুণ ঘোষ পিকের বাড়ির ড্রাইভার। এবং খুন হওয়া গোপীনাথ মুহুরি ফাইফরমাশ খাটতেন। গোপী প্রায় বছর ১৫ পিকে ব্যানার্জির বাড়িতে। বরুণ তুলনায় নতুন, আট-দশ বছর ধরে কাজ করছে। গোপীর বাড়ি দুর্গাপুরে।
প্রয়াত ফুটবলার পিকের সল্টলেকের বাড়িতে তাঁর অবর্তমানে তাঁর দুই কন্যা পলা এবং পিক্সি থাকেন। সূত্রের খবর, সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। বাড়ির অন্য এক পরিচারক মোহন গিরির দাবি, ‘‘গতকাল যখন এই ঘটনা ঘটে তখন ম্যাডাম (পিকের কন্যা পলা) ছিল। ম্যাডাম পুলিশকে খবর দেন।’’ এ প্রসঙ্গে পিকের কন্যা পলার এখনও কোনও বয়ান পাওয়া যায়নি।
advertisement
পুলিশ সূত্রে খবর, গতকাল দোলের দিন প্রয়াত ফুটবলারের বাড়ি থেকে হাজার খানেক টাকা চুরি হয়। সেই নিয়ে বিকেলে এই দুজন কেয়ারটেকারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে রাতে যখন মদের আসর বসে তখন দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন বরুণ নামক যুবক ছুরি নিয়ে হামলা করে অপর কেয়ারটেকারের উপর। যদিও পুলিশ সূত্রে খবর মাঝে মধ্যেই মদ্যপান করে ঝামেলা করত ওই দু’জনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 1:07 PM IST