Dharmendra Affair: দ্বিতীয় বিয়ের পরও পরকীয়া! ২৭ বছরের ছোট এই নায়িকার প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, হেমা জানতেই...

Last Updated:
Dharmendra Anita Raj Affair: বলিউডের অন্দরে গুঞ্জন হেমা মালিনীকে বিয়ের পর ২৭ বছরের ছোট এক নায়িকার প্রেমে নাকি হাবডুবু খেয়েছেন ধর্মেন্দ্র।
1/7
বলিউডের কিংবদন্তি অভিনেতাদের তালিকায় প্রথম সারীতেই থাকবে ধর্মেন্দ্রর নাম। অভিনয়ের পাশাপাশি তাঁর ব‍্যক্তিগত জীবনও বরাবর থেকেছে চর্চায়। দুই বিয়ের পরেও পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন ধর্মেন্দ্র।
বলিউডের কিংবদন্তি অভিনেতাদের তালিকায় প্রথম সারীতেই থাকবে ধর্মেন্দ্রর নাম। অভিনয়ের পাশাপাশি তাঁর ব‍্যক্তিগত জীবনও বরাবর থেকেছে চর্চায়। দুই বিয়ের পরেও পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন ধর্মেন্দ্র।
advertisement
2/7
সিনেমার পাশাপাশি ব‍্যক্তিগত জীবন নিয়েও বরাবর আলোচনার কেন্দ্রে থেকেছেন তিনি। বলিউডের অন্দরে গুঞ্জন হেমা মালিনীকে বিয়ের পর ২৭ বছরের ছোট এক নায়িকার প্রেমে নাকি হাবডুবু খেয়েছেন ধর্মেন্দ্র।
সিনেমার পাশাপাশি ব‍্যক্তিগত জীবন নিয়েও বরাবর আলোচনার কেন্দ্রে থেকেছেন তিনি। বলিউডের অন্দরে গুঞ্জন হেমা মালিনীকে বিয়ের পর ২৭ বছরের ছোট এক নায়িকার প্রেমে নাকি হাবডুবু খেয়েছেন ধর্মেন্দ্র।
advertisement
3/7
১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র। বিয়ের পর অভিনয় জগতে পা রেখেই রাতারাতি খ‍্যাতির শিখরে পৌঁছে যান অভিনেতা। তবে এরপরেও ধর্মেন্দ্রর জীবনে হেমা।
১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র। বিয়ের পর অভিনয় জগতে পা রেখেই রাতারাতি খ‍্যাতির শিখরে পৌঁছে যান অভিনেতা। তবে এরপরেও ধর্মেন্দ্রর জীবনে হেমা।
advertisement
4/7
‘তুম হসীন ম্যায় জওয়াঁ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই ড্রিম গার্লের প্রেমে পড়েন ধর্মেন্দ্র। দু'জনের প্রেম পরিণতি পায় বিয়ের মাধ‍্যমে। ১৯৮০ সালে দ্বিতীয়বার হেমাকে বিয়ে করেন নায়ক।
‘তুম হসীন ম্যায় জওয়াঁ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই ড্রিম গার্লের প্রেমে পড়েন ধর্মেন্দ্র। দু'জনের প্রেম পরিণতি পায় বিয়ের মাধ‍্যমে। ১৯৮০ সালে দ্বিতীয়বার হেমাকে বিয়ে করেন নায়ক।
advertisement
5/7
বলিউডের অন্দরে জোর গুঞ্জন হেমাকে বিয়ের পরও ফের নিজের চেয়ে ২৭ বছরের ছোট এক নায়িকার প্রেমে পড়েন ধর্মেন্দ্র। শোনা যায়, বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর বেড়ে যায় দু'জনের ঘনিষ্ঠতা।
বলিউডের অন্দরে জোর গুঞ্জন হেমাকে বিয়ের পরও ফের নিজের চেয়ে ২৭ বছরের ছোট এক নায়িকার প্রেমে পড়েন ধর্মেন্দ্র। শোনা যায়, বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর বেড়ে যায় দু'জনের ঘনিষ্ঠতা।
advertisement
6/7
এই অভিনেত্রী হলেন অনিতা রাজ। 'জলজলা', 'করিশ্মা কুদরত কা', 'ইনসানিয়াত কে দুশমন'-সহ বেশ কয়েকটি ছবিতে অনিতার সঙ্গে অভিনয় করেন ধর্মেন্দ্র। শোনা যায় তারপরেই নাকি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ধর্মেন্দ্রর। শোনা যায়, বহু ডিরেক্টর এবং প্রোডিউসরের কাছে অনিতার নাম সুপারিশও করেন নায়ক।
এই অভিনেত্রী হলেন অনিতা রাজ। 'জলজলা', 'করিশ্মা কুদরত কা', 'ইনসানিয়াত কে দুশমন'-সহ বেশ কয়েকটি ছবিতে অনিতার সঙ্গে অভিনয় করেন ধর্মেন্দ্র। শোনা যায় তারপরেই নাকি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ধর্মেন্দ্রর। শোনা যায়, বহু ডিরেক্টর এবং প্রোডিউসরের কাছে অনিতার নাম সুপারিশও করেন নায়ক।
advertisement
7/7
শোনা যায়, এই ঘটনা জানাজানি হওয়ার পরই ধর্মেন্দ্র এবং হেমার মধ‍্যে অশান্তি বাধে। পরে অনিতার থেকে দূরে সরে যান ধর্মেন্দ্র। অনিতা অভিনেতা জগদীশ রাজের কন‍্যা। তবে এই সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি অনিতা বা ধর্মেন্দ্র কেউই।
শোনা যায়, এই ঘটনা জানাজানি হওয়ার পরই ধর্মেন্দ্র এবং হেমার মধ‍্যে অশান্তি বাধে। পরে অনিতার সঙ্গে সম্পর্কে ইতি টানেন ধর্মেন্দ্র। অনিতা অভিনেতা জগদীশ রাজের কন‍্যা। তবে এই সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি অনিতা বা ধর্মেন্দ্র কেউই।
advertisement
advertisement
advertisement