স্মার্টফোন কম্পিউটারের গেম এর নেশায় বাঙালি ফুটবল খেলাটাই ভুলে গেছে। আবার অপরদিকে ক্রিকেটের এক চেটিয়া আধিপত্য ফুটবল বিমুখ করে তুলেছে বর্তমান প্রজন্মকে। গ্রাম বাংলার ফুটবলকে আরো বেশি করে উৎসাহ দিতে বা গ্রাম বাংলার ফুটবল এর থেকে প্রতিভা তুলে আনতে রিলায়েন্স ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত হয়ে গেল ফুটবল ট্রায়াল।
আরও পড়ুন- দোলে পুরুলিয়া যাচ্ছেন? ঝড়-বৃষ্টিতে প্ল্যান পণ্ড হবে না তো? জানুন পূর্বাভাস
advertisement
জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে প্রান্তিক এলাকার খেলোয়াড় বাছাই হল মহিষাদলে। দক্ষ ফুটবলার খুঁজে বের করতে দেশ সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাছাই পর্ব শুরু করেছে রিলাইন্স ফুটবল একাডেমি ( মুম্বাই)। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রাজ ময়দানে অনুষ্ঠিত হল বাছাই পর্ব।
রাজ্যের বিভিন্ন জেলা ০১/০১/২০১০ ও ২০১১ সালের পর যাদের জন্ম তারাই অংশগ্রহনের সুযোগ পায়। মোট ১৫০ জন অংশগ্রহন করে। তাদের ১৪ টি দলে ভাগ করে ৭ টি ম্যাচ খেলানো হয়। সেখান থেকে ১৫ জনকে বেছে নিয়েছেন সংস্থার প্রতিনিধিরা।
এদিন হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের খুদে ফুটবলারেরা এই ট্রায়ালে অংশ নেয়। ট্রায়ালে বাছাই করা খেলোয়াড়েরা এর পর রাজ্যের বিভিন্ন জোন থেকে উঠে আসা খেলোয়াড়দের নিয়ে কলকাতায় খেলা হবে।
আরও পড়ুন- শুধু জোটের জয় নয়,এই চার কারণে তৃণমূলের চিন্তা বাড়াবে সাগরদিঘি উপনির্বাচনের ফল
সেখানে যারা দক্ষ বলে বিবেচিত হবে তাদের মুম্বাই নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ১৬ জনকে বেছে নেওয়া হবে জাতীয় স্তরে খেলার জন্য। এদিন মহিষাদলে রাজ ময়দানে খুদে ফুটবল খেলোয়াড়দের ফুটবল প্রতিভা দেখতে অভিভাবক ও দর্শকদের ভীড় জমে ওঠে।
Saikat Shee