Sagardighi by election result: শুধু জোটের জয় নয়, এই চার কারণে তৃণমূলের চিন্তা বাড়াবে সাগরদিঘি উপনির্বাচনের ফল

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও সাগরদিঘিতে ৫০ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা৷

তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিল সাগরদিঘি।
তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিল সাগরদিঘি।
কলকাতা: ২০২১-এর নির্বাচনে প্রাপ্তি শূন্য৷ বাম-কংগ্রেস জোট নিয়ে তার পর থেকে কম কটাক্ষ করেনি শাসক দল তৃণমূল কংগ্রেস৷ কিন্তু গত কয়েক মাসে জেলায় জেলায় বিভিন্ন সমবায় নির্বাচনের ফলাফল প্রমাণ করেছিল, বিরোধী ভোট একত্রিত হলে শাসক শিবিরের চিন্তা বাড়বে৷ অবশেষে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ফলে গেল সেই অঙ্ক৷ যার ফল, পর পর তিনটি নির্বাচনে ব্যবধান বাড়িয়ে যে সাগরদিঘি দখলে রেখেছিল শাসক দল, সেখানেই বাম-কংগ্রেস জোটের সামনে মুখ থুবড়ে পড়তে হল তাদেরকে৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনেও সাগরদিঘিতে ৫০ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা৷ ভোট গণনার ফল বলছে, এবার সেই সাগরদিঘিতেই তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৪ শতাংশ ভোট৷ সেখানে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৩৯ শতাংশ ভোট৷
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘিতে এই পরাজয় নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বের চিন্তা বাড়াবে৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শুধু বাম-কংগ্রেস জোটের সাফল্য নয়৷ তৃণমূলের আরও বেশি চিন্তা বাড়াবে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস৷ কেন সাগরদিঘি চিন্তা বাড়াবে শাসক দলের?
advertisement
প্রথমত, বাম-কংগ্রেস জোটের এই সাফল্য পঞ্চায়েত ভোটের আগে দুই দলেরই নিচুতলার কর্মীদের মনোবল অনেকটা বাড়াবে৷ পঞ্চায়েতে নিচুতলায় অলিখিত জোট নতুন কিছু নয়৷ বাম কংগ্রেস জোটের এই সাফল্য তাই পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলকে প্রতিরোধ করতে বিরোধীদের একত্রিত করতে আরও উৎসাহিত করবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন, সাগরদিঘির এই জয় গোটা বাংলায় ট্রিগারের কাজ করবে৷
advertisement
দ্বিতীয়ত, এতদিন সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ছিল তৃণমূলের বড় শক্তি৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও মালদহ, মুর্শিদাবাদের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিগুলিতে তৃণমূলের একচেটিয়া সাফল্যের বড় কারণ ছিল সংখ্যালঘুদের বিপুল সমর্থন৷ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রেও প্রায় ৬৮ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে৷ এই সংখ্যালঘু ভোটে যে এবার বাম-কংগ্রেস জোট থাবা বসাতে পেরেছে, তা উপনির্বাচনের ফলাফল দেখে নিশ্চিত ভাবেই বলা যায়৷ এই প্রবণতা পঞ্চায়েত নির্বাচন এবং পরবর্তী সময়ে বজায় থাকলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও অনেক হিসেব নিকেশ উল্টে যেতে পারে৷
advertisement
তৃতীয়ত, সাগরদিঘি নির্বাচনের হারের পিছনে দলের অন্তর্কলহ কতখানি দায়ী, তাও খতিয়ে দেখতে হবে তৃণমূল নেতৃত্বকে৷ উপনির্বাচনের শুরু থেকেই তৃণমূলেরই একাংশ থেকে সাগরদিঘির প্রার্থী নিয়ে ক্ষোভ ছিল৷ অভিযোগ ছিল, ২০২১ সালের নির্বাচনে বিজেপি-কে সাহায্য করেছিলেন দেবাশিস ভট্টাচার্য৷ এ বারের উপনির্বাচনেও প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার অনুগামীদের কোণঠাসা করে রাখা হয়েছিল বলেই অভিযোগ৷ ফলে দলের শীর্ষ নেতৃত্ব যতই বলুন না কেন, সাগরদিঘির হারের পর গোষ্ঠী কোন্দল তৃণমূলের চিন্তা বাড়াবেই৷ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের মাথাব্যথা ছিল এই অন্তর্কলহ এবং প্রার্থী নিয়ে অসন্তোষ৷
advertisement
চতুর্থত, এসএসসি, প্রাথমিক নিয়োগে দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যের মতো শাসক দলের প্রথমসারির নেতা, মন্ত্রী বিধায়কদের গ্রেফতারির পর সাগরদিঘিতেই ছিলে প্রথম বড় কোনও নির্বাচন৷ আর সেখানেই ধাক্কা খেল তৃণমূলের বিজয়রথ৷ ফলে দুর্নীতির অভিযোগের কাঁটা শাসক দলের পায়ে বিঁধতে শুরু করল কি না, সেই প্রশ্নও তুলে দিল এই উপনির্বাচন৷
advertisement
শুধু তৃণমূল নয়, সাগরদিঘির উপনির্বাচনের ফল বিজেপি-র কাছেও বড় ধাক্কা৷ ২০২১ সালেও এই সাগরদিঘিতে বিজেপি ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিল৷ তার বড় কারণ, হিন্দু ভোটের মেরুকরণ৷ এই অঙ্কেই ২০২১-এ সাফল্য পেয়েছিল বিজেপি৷ কিন্তু এবার সাগরদিঘিতে বিজেপি-র প্রাপ্ত ভোটের হার নেমে গিয়েছে ১২ শতাংশে৷ মাত্র বছর দুয়েক আগে প্রাপ্ত ভোট কেন অর্ধেক হয়ে গেল, তা পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি নেতাদের ভাবাতে বাধ্য৷ কারণ ২০২১-এর পর একের পর এক বিজেপি-র বিধায়ক যেমন দল ছেড়েছে, তেমনই পরের পর নির্বাচনে বাংলায় নির্বাচনে গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোটের হার কমেছে৷ সাগরদিঘিতেও তা অব্যাহত থাকল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi by election result: শুধু জোটের জয় নয়, এই চার কারণে তৃণমূলের চিন্তা বাড়াবে সাগরদিঘি উপনির্বাচনের ফল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement