হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'আমি মীরজাফর নই', সাগরদিঘির যুদ্ধ জিতেই ফুঁসলেন অধীর! নিশানায় মমতা

Sagardighi By Poll ‍| Adhir Chowdhury: 'আমি মীরজাফর নই', সাগরদিঘির যুদ্ধ জিতেই ফুঁসলেন অধীর! নিশানায় মমতা

অধীর চৌধুরীর হুঁশিয়ারি

অধীর চৌধুরীর হুঁশিয়ারি

Sagardighi By Poll ‍| Adhir Chowdhury: ফলের ইঙ্গিত মিলতেই এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন সাগরদিঘিতে কংগ্রেসের জয় নিশ্চিত হতেই মুখ খুললেন তিনি।

  • Share this:

সাগরদিঘি: সাগরদিঘি উপ নির্বাচনে ১১তম রাউন্ডের শেষে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস ১৭৪৮২ ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ, তৃণমূলকে হারিয়ে জয় প্রায় নিশ্চিত। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েও খাতা খুলতে পারেনি বাম-কংগ্রেস৷ সেক্ষেত্রে শেষ পর্যন্ত বায়রন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হলে শূন্যর গেরো কাটিয়ে বিধানসভায় পা রাখবেন কোনও কংগ্রেস বিধায়ক৷

আর এই ফলের ইঙ্গিত মিলতেই এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন সাগরদিঘিতে কংগ্রেসের জয় নিশ্চিত হতেই মুখ খুললেন তিনি। সরাসরি জানিয়ে দিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়'। এদিন বামেদের প্রসঙ্গ তুলেও তিনি বলেন, "এই নির্বাচনে কংগ্রেস-বাম আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছিলাম। এই নির্বাচনে তৃণমূলের একটা অংশের সমর্থনও আমরা পেয়েছি।''

আরও পড়ুন: '৩% ডিএ অপমানজনক!', শিলিগুড়ির শিক্ষক যা কাণ্ড ঘটালেন, অবিশ্বাস্য! তুমুল শোরগোল

এখানেই শেষ নয়, বিজেপিকে আর ধর্তব্যের মধ্যে রাখছেন না অধীর চৌধুরী। তিনি বলেন, ''আমার মনে হয়, বিজেপি সমর্থকও অনেকে আমাদের ভোট দিয়েছেন। আমাদের প্রার্থী বায়রন সাধারণ মানুষের প্রার্থী হয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয়বাহিনীর নিরপেক্ষতা এবং মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করাটা এই নির্বাচনে জয়ের অন্যতম কারণ।''

আরও পড়ুন: ভৌতিক শব্দ-আলো, কাছেই এ পাহাড়ে আজও উঠতে পারেনি কোনও মানুষ! কারণ জানলে আঁতকে উঠবেন

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে একহাত নিয়ে অধীর এদিন বলেন, ''এই নির্বাচন প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই অপরাজেয় নয়। তাঁকে হারানো যায়। তৃণমূলকে বাধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে। এই বাংলায় ফের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষ বুঝিয়ে দিল, আমি মীরজাফর নই।"

Published by:Suman Biswas
First published:

Tags: Adhir Chowdhury, Sagardighi by Election 2023