Sagardighi By Poll ‍| Adhir Chowdhury: 'আমি মীরজাফর নই', সাগরদিঘির যুদ্ধ জিতেই ফুঁসলেন অধীর! নিশানায় মমতা

Last Updated:

Sagardighi By Poll ‍| Adhir Chowdhury: ফলের ইঙ্গিত মিলতেই এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন সাগরদিঘিতে কংগ্রেসের জয় নিশ্চিত হতেই মুখ খুললেন তিনি।

অধীর চৌধুরীর হুঁশিয়ারি
অধীর চৌধুরীর হুঁশিয়ারি
সাগরদিঘি: সাগরদিঘি উপ নির্বাচনে ১১তম রাউন্ডের শেষে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস ১৭৪৮২ ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ, তৃণমূলকে হারিয়ে জয় প্রায় নিশ্চিত। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েও খাতা খুলতে পারেনি বাম-কংগ্রেস৷ সেক্ষেত্রে শেষ পর্যন্ত বায়রন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হলে শূন্যর গেরো কাটিয়ে বিধানসভায় পা রাখবেন কোনও কংগ্রেস বিধায়ক৷
আর এই ফলের ইঙ্গিত মিলতেই এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন সাগরদিঘিতে কংগ্রেসের জয় নিশ্চিত হতেই মুখ খুললেন তিনি। সরাসরি জানিয়ে দিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়'। এদিন বামেদের প্রসঙ্গ তুলেও তিনি বলেন, "এই নির্বাচনে কংগ্রেস-বাম আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছিলাম। এই নির্বাচনে তৃণমূলের একটা অংশের সমর্থনও আমরা পেয়েছি।''
advertisement
advertisement
এখানেই শেষ নয়, বিজেপিকে আর ধর্তব্যের মধ্যে রাখছেন না অধীর চৌধুরী। তিনি বলেন, ''আমার মনে হয়, বিজেপি সমর্থকও অনেকে আমাদের ভোট দিয়েছেন। আমাদের প্রার্থী বায়রন সাধারণ মানুষের প্রার্থী হয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয়বাহিনীর নিরপেক্ষতা এবং মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করাটা এই নির্বাচনে জয়ের অন্যতম কারণ।''
advertisement
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে একহাত নিয়ে অধীর এদিন বলেন, ''এই নির্বাচন প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই অপরাজেয় নয়। তাঁকে হারানো যায়। তৃণমূলকে বাধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে। এই বাংলায় ফের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষ বুঝিয়ে দিল, আমি মীরজাফর নই।"
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi By Poll ‍| Adhir Chowdhury: 'আমি মীরজাফর নই', সাগরদিঘির যুদ্ধ জিতেই ফুঁসলেন অধীর! নিশানায় মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement