আটদলীয় একদিনের একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নদিয়ার এই এলাকায়। খেলায় জিতলে পুরস্কার তো আছেই কিন্তু এই খেলাতে যারা অংশগ্রহণ করবে, জিততে না পারলেও তাদের জন্যও রয়েছে আকর্ষণীয় উপহার। অংশগ্রহণ করা প্রত্যেক দলই পাবে ফুটবল এবং ফুটবল খেলার জার্সি সহ বিভিন্ন আকর্ষণীয় উপহার।
আরও পড়ুন: ক্যানভাসে রং-তুলির আঁচর, অনভিজ্ঞ হাতেই ফুটে উঠল প্রতিবাদের ভাষা
advertisement
শহর এবং পঞ্চায়েত এলাকায় আলাদা আলাদা ভাবে আয়োজিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। চারটি পঞ্চায়েত কালীনারায়নপুর, বারাসত, রামনগর ও অন্য একটি পঞ্চায়েত মিলে আট দলীয় একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে রাধানগরের ময়দানে। এই খেলায় আমন্ত্রিত হয়েছেন এলাকার একাধিক বিশিষ্ট নাগরিকেরা। এছাড়াও প্রাক্তন ফুটবল খেলোয়াড়েরাও উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন টিম ১০ হাজার ও রানার্স টিমের ৫ হাজার টাকা পুরস্কারের পাশাপাশি যে কটি ক্লাব এই খেলায় অংশগ্রহণ করছে তাদেরকে দুটি করে ফুটবল এক সেট করে জার্সি দেওয়া হয়। এমন উদ্যোগে খুশি স্থানীয় ফুটবলাররা।
মৈনাক দেবনাথ