RG Kar Doctor Murder Protest: ক্যানভাসে রং-তুলির আঁচর, অনভিজ্ঞ হাতেই ফুটে উঠল প্রতিবাদের ভাষা

Last Updated:

RG Kar Doctor Murder Protest: অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় সাধারণ মানুষকে রং-তুলি দিয়ে নিজের মনের প্রতিবাদ ক্যানভাসে ফুটিয়ে তুলতে দেখা গেল

+
ক্যানভাসে

ক্যানভাসে ফুটে ওঠা ছবি

উত্তর ২৪ পরগনা: কেউ নামছেন রাস্তায়, কেউ প্ল্যাকার্ড হাতে মোমবাতি নিয়ে করছেন মিছিল। পাশাপাশি ফুটে উঠল আরজি কর কাণ্ডের প্রতিবাদের এক ভিন্ন ভাষা। অশোকনগরে চিত্রশিল্পীরা ক্যানভাসে ফুটিয়ে তুললেন তাদের প্রতিবাদের কথা।
গোটা রাজ্য যখন আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড়, ঠিক সেই সময় প্রতিবাদের এক নতুন পথের সঙ্গে পরিচিত হল রাজ্যবাসী। দুই সপ্তাহের বেশি হয়ে গেল আরজি কর কাণ্ডের সম্পূর্ণ রহস্যের উন্মোচন এখন যেন অধরা। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে এদিন অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় সাধারণ মানুষকে রং-তুলি দিয়ে নিজের মনের প্রতিবাদ ক্যানভাসে ফুটিয়ে তুলতে দেখা গেল। মূলত শিল্পীদের ডাকে এই প্রতিবাদ কর্মসূচি হলেও সেখানে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ। তাঁদের মধ্যেও অনেকে হাতে তুলে নেন রং-তুলি।
advertisement
advertisement
এদিন অশোকনগরে পেশাদার চিত্রশিল্পী থেকে ছাত্র-ছাত্রী, এমনকি বয়স্ক মানুষদেরও দেখা যায় অনভিজ্ঞ হাতে নানা ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলতে। যেখানে চিকিৎসকের স্টেথোস্কোপ থেকে উই ওয়ান্ট জাস্টিস, প্রতিবাদের অজস্র হাত থেকে শকুনের কু-নজর, সমাজের নারীদের অত্যাচারিত হওয়ার নানা ছবি ফুটে উঠল ক্যানভাসে। এমন অভিনব প্রতিবাদ দেখে রাস্তার পাশেই দাঁড়িয়ে পড়েন বহু শহরবাসী।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Protest: ক্যানভাসে রং-তুলির আঁচর, অনভিজ্ঞ হাতেই ফুটে উঠল প্রতিবাদের ভাষা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement