মালা বদলের মাধ্যমে এলাকার ছেলেদের বাবা ও মেয়েদের বাবা দু’পক্ষের মধ্যে আয়োজিত হল ফুটবল ম্যাচ। উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের ১৩ নম্বর স্যান্ডেলের বিল গ্ৰামে আয়োজিত ফুটবল ম্যাচ এইভাবেই সকলের আকর্ষণ কেড়ে নেয়। জানা গিয়েছে, এলাকায় ৩০-৩৫ বছর ধরে হচ্ছে এই খেলা। এই খেলায় আগে পুরষ্কার ছিল ট্রফি, শিল্ড, নগদ টাকা। এবারের প্রধান আকর্ষণ বদলে গিয়ে নতুন এই মালাবদলের বিষয়টি যুক্ত হয়েছে। একেবারে বিয়ের আদলে মালা বদল করার পর খেলা শুরু হয়।
advertisement
আরও পড়ুন: ছাতা মাথায় ক্লাস করছে পড়ুয়ারা! শ্রেণিকক্ষের ভেতর আজব দৃশ্য
এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে দুটি দল। দুই দলেই ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। তবে ম্যাচে শেষ পর্যন্ত ছেলেদের বাবাদের কাছে মেয়েদের বাবারা পরাজিত হয়। সুন্দরবনের বিভিন্ন দ্বীপের বাসিন্দারা এসে এক জায়গায় জড়ো হয়ে এই অভিনব ফুটবল ম্যাচ উপভোগ করেন। মাঠের চারিপাশে রীতিমত মেলা জমে যাওয়ার মত পরিস্থিতি হয়েছিল।
জুলফিকার মোল্যা