Classes With Umbrella: ছাতা মাথায় ক্লাস করছে পড়ুয়ারা! শ্রেণিকক্ষের ভেতর আজব দৃশ্য

Last Updated:

Classes With Umbrella: স্কুল ভবনের অবস্থা এতটাই খারাপ যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে বেশ কয়েকদিন ধরেই ছাদের চাঙড় ভেঙে পড়ছে। তাই ক্লাস চলাকালীন মাথার উপর ছাতা ধরে থাকতে দেখা গেল পড়ুয়াদের

+
স্কুল

স্কুল ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে ক্লাস পড়ুয়াদের

উত্তর ২৪ পরগনা: স্কুলের মধ্যে ছাতা মাথায় দিয়ে বসে পড়ুয়াদের! সুন্দরবনের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই অবাক দৃশ্য। অবশ্য এটা করা ছাড়া ওই ছোট ছোট পড়ুয়াদের আর কোনও উপায় নেই। কারণ স্কুলের ছাদ থেকে চাঙড় ভেঙে ভেঙে পড়ছে। তাই নিজেদের মাথা বাঁচাতে ছাতা টাঙিয়ে চলছে ক্লাস।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়টির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ শ্রেণিকক্ষের মধ্যে বসেই চলে প্রতিদিনের পঠন-পাঠন। স্কুল ভবনের অবস্থা এতটাই খারাপ যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে বেশ কয়েকদিন ধরেই ছাদের চাঙড় ভেঙে পড়ছে। এদিনও যখন স্কুল চলছিল তখন চাঙড় ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় ছাত্র-ছাত্রীরা। তাই বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্র-ছাত্রীরা।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে আতঙ্কিত অভিভাবকরা জানিয়েছেন, যতদিন না স্কুল ভবনের সংস্কার হচ্ছে ততদিন তাঁরা সন্তানদের আর স্কুলে পাঠাবেন না। স্কুলের এই বেহাল অবস্থা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। তিনি বলেন, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোন‌ও কাজ হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Classes With Umbrella: ছাতা মাথায় ক্লাস করছে পড়ুয়ারা! শ্রেণিকক্ষের ভেতর আজব দৃশ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement