আরও পড়ুন: শিক্ষক নেই, স্কুল ছেড়ে দিল পড়ুয়ারা
একদিকে নদী ভাঙন, অন্যদিকে নতুন চরের জন্ম, সব মিলিয়ে আতঙ্কে ভুগছেন গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদিয়ার কল্যাণী ব্লকের মাঝেরচর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা গঙ্গার বুকে নতুন করে জেগে উঠেছে। এই নতুন চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু অবস্থিত। তার পাশেই আরেকটি সেতু নির্মাণ হচ্ছে। কাছেই আছে ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই গঙ্গার উপর দিয়েই মাঝে মাঝেই ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভেসেলে করে কয়লা বা ছাই নিয়ে যাওয়া হয়। পরিবেশপ্রেমীরা গঙ্গার বুকে এই হঠাৎ চর গজিয়ে ওঠায় অশনি সঙ্কেত দেখছেন। তাঁদের ধারণা এর ফলে নদী ভাঙন সমস্যা আরও তীব্র হতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য প্রায় ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত গঙ্গার বুকে ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে জানান তিনি। অন্যদিকে নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক তরজা যাই হোক না কেন প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে, হারাচ্ছে তার গতিপথ। ভাঙছে পাড়। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।
মৈনাক দেবনাথ