এদিন নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া, দু’নম্বর পঞ্চায়েত এলাকায় প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যে টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। যাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার,স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী নামে মুখ্যমন্ত্রীর প্রকল্পের নামের টিম অংশগ্রহণ করেছে। পরবর্তীতে শান্তিপুর ব্লক জুড়ে চলবে এই খেলা। তারাই এখন সেরার সেরা হওয়ার লক্ষ্যে নেমে পড়েছে মাঠে। যদিও ফুটবল খেলা বাঙাললির সবচেয়ে শ্রেষ্ঠ খেলা বলেই জানে সাধারণ মানুষ। তাই এবি কাপের মধ্যে দিয়ে ফুটবল খেলাকে আরও ঐতিহ্য বহনকারী খেলা হিসেবে তুলে ধরতেই এই প্রয়াস বলে জানান তৃণমূল কর্মী সমর্থকরা।
advertisement
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সজল বিশ্বাস, শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্যা প্রিয়া সরকার গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষসহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন এই খেলা থেকে সেরার সেরাকে তুলে দেওয়া হয় ট্রফি। স্বাভাবিকভাবেই এই এবি কাপ দেখতে মাঠে উৎসাহী জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মত।
Mainak Debnath