এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ডাকঘর মোড়ে ফুড সাপ্লাই আধিকারিকরা শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ডাকঘর এলাকার একাধিক খাবারের হোটেলে অভিযান চালায়। ঘটনায় একাধিক দোকানকে নোটিশ ধরায় ফুড সাপ্লাই আধিকারিকরা। ফুড সাপ্লাই সূত্রে খবর এটি রুটিন তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি খাবারের দোকানে। যাদের ফুড লাইসেন্স নেই কিংবা ফায়ার লাইসেন্স তৎসহ খাবারের জায়গা অপরিষ্কার সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং হোটেল মালিকদের নোটিশ করা হচ্ছে কোন অসুবিধে থাকলেই।
advertisement
আরও পড়ুন: ঝড় তো দূরের কথা, জোরে হাওয়া দিলেই ব্যাস! কারণে অকারণে লোডশেডিং-এ জেরবার বাসিন্দারা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর একাধিক দোকানের সাত দিনের নোটিশ দিয়ে যান ফুড সাপ্লাই আধিকারিকরা। যদিও দোকানদারদের দাবি সরকারি নিয়ম মেনেই কাজকর্ম তারা করছেন তবে বেশ কিছু দোকানে ফুড লাইসেন্স রিনিউ করা হয়নি তার জন্য আজ ফুড সাপ্লাই তাদেরকে নোটিশ দিয়ে গেছে এবং সাত দিনের সময় দিয়েছে। তাদের দাবি সাত দিনের মধ্যে তারা প্রয়োজনীয় সমস্ত কাগজ তৈরি করে ফুড সাপ্লাইয়ের অফিসে পাঠাবেন।
Mainak Debnath





