আরও পড়ুনঃ অ্যানিমিয়ার ‘যম’…! খালি পেটে আধ চামচ খেলেই দূর হাই প্রেশার! কমবে হৃদরোগের চান্স
গোলাপ সারা বছরই ফুল দেয়, তবে শীতে একটু বেশি দেয়। শীতে আরও আরও বেশি করে ফুল পাওয়ার জন্য শীত পড়ার আগেকার কিছু পরিচর্যা রয়েছে। শীতেরভাগে ডালপালা একবার ছাঁটাই সেরে ফেলতে হয়। বছরে এই একবার। এতে কী হয়, সাত থেকে দশ দিনের মধ্যে প্রচুর নতুন শাখার জন্ম হয় এবং প্রতিটি শাখাতেই পুষ্ট কুঁড়ি আসে, অঢেল ফুল হয়। তাছাড়া এই প্রুনিং-এর ফলে গাছের আকারও ঠিক থাকে। গোলাপ একটু বেশিই রোদ পছন্দ করে। গোলাপ থেকে ভালো পরিমাণে ফুল পেতে হলে ছয় থেকে আট ঘণ্টা বেশ ভালো রোদের প্রয়োজন।
advertisement
আরও পড়ুনঃ রোজ একটা করে মুসাম্বি! তরতর করে কমবে ওজন, বাড়বে হজমশক্তি! জানুন খাওয়ার সঠিক নিয়ম
শীতের যেহেতু খুব নরম, তাই এ-সময় পর্যাপ্ত রোদ আসে এমন জায়গায় টব রাখার ব্যবস্থা করুন। গোলাপের গাছের গোড়া থেকে ইঞ্চি-তিনেক মাটি ছেড়ে চারপাশ থেকে পুরনো মাটি দুই ইঞ্চি তুলে নতুন খাবারযুক্ত মাটি দেওয়া উচিত। মাটি তৈরিতে এক ভাগ নতুন দোআঁশ মাটি, দেড় ভাগ ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা এক বছরের পুরনো গোবর সার দিলেই মিলবে দারুণ ফুল। তবে শীতের আমেজ বাড়তে গোলাপের চাহিদা যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
জুলফিকার মোল্লা