চলতি মাসেই ২৪ সেপ্টেম্বর ভারত থেকে আমেরিকার উদ্দেশ্য রওনা দেবেন রাজু দাস বাউল৷ ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আমেরিকার নিউ জার্সি থেকে নিউইয়র্ক, এমনই মোট ছয়টি জায়গায় পুজো মণ্ডপে তাঁর গানের অনুষ্ঠান রয়েছে।
advertisement
জানা গিয়েছে, বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রামে জন্ম রাজু দাস বাউলের ৷ গ্রামেই ছোট থেকে বাবা শ্রীদাম দাস বাউলের কাছে তালিম নেন রাজু। পরবর্তীতে তাঁরা সপরিবারে লাল মাটির শহর বোলপুর শহরে চলে আসেন ৷ বর্তমানে বোলপুরের জামবুনির দক্ষিণ পল্লির মাঠপাড়ায় বসবাস করেন রাজু দাস বাউল ৷ বাবা-মা ও স্ত্রী-সন্তানকে নিয়ে তাঁর পরিবার ৷ বাবার কাছে তালিম নেওয়ার পর, বাউল শিল্পে রাজুর গুরু হলেন সত্যানন্দ দাস বাউল।
আরও পড়ুন: কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়ছেন! ফের শুরু কেমোথেরাপি
প্রসঙ্গত বলে রাখা ভাল, রফতানিতে আমাদের স্বাধীন ভারতবর্ষের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। কার্যত সেই বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কে বেশ কিছুটা চিড় ধরেছে, বর্তমানে এই নিয়ে জোর চর্চা চলছে দেশে ও দেশের বাইরে৷ তবে দু’দেশের সম্পর্কের ধারা যে খাতে বয়ে চলুক, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় বাংলার বাউল শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন মুলুক৷
শান্তিনিকেতনের রাজু দাস বাউল আমাদের জানান তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যেমন স্কটল্যান্ড, ইংল্যান্ডের, বার্মিংহাম, ফ্রান্সের প্যারিস, চিনের বেজিং, অস্ট্রেলিয়ার ব্রিসবেন এই সমস্ত জায়গায় নিজের গানের সুর ছড়িয়ে এসেছেন। আর সেখান থেকেই বিভিন্ন কন্টাকটার এর মাধ্যমে তিনি বর্তমানে সদুর আমেরিকায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন। আর সমস্ত খরচা বহন করছেন যেখানে তিনি গান করার সুযোগ পেয়েছেন সেই অ্যাসোসিয়েশন তরফ থেকে।