TRENDING:

Folk Singer: বোলপুরের বাউল শিল্পীর সুরে মাতবে আমেরিকা! প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা জানলে চমকে উঠবেন

Last Updated:

Folk Singer: অতিরিক্ত শুল্ক নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি থাকলেও বীরভূমের শিল্পী যাচ্ছেন আমেরিকায়। অভিজ্ঞতা শুনলে মাথা ঘুরে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: লাল মাটির জেলা বীরভূম। আর এই বীরভূম হল বাউলের এক টুকরো আঁতুড়ঘর। বাউল সম্রাট পূর্ণদাস বাউল, কার্তিক দাস বাউল, লক্ষ্মণ দাস বাউল প্রমুখ প্রথিতযশা শিল্পীদের স্পর্শভূমি এটি। এবার এই লাল মাটির জেলা বীরভূম থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আমেরিকায় পাড়ি দেবেন রাজু দাস বাউল।
advertisement

চলতি মাসেই ২৪ সেপ্টেম্বর ভারত থেকে আমেরিকার উদ্দেশ্য রওনা দেবেন রাজু দাস বাউল৷ ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আমেরিকার নিউ জার্সি থেকে নিউইয়র্ক, এমনই মোট ছয়টি জায়গায় পুজো মণ্ডপে তাঁর গানের অনুষ্ঠান রয়েছে।

আরও পড়ুন: পেশার কারণে বিয়ে হচ্ছে না, ‘পরোয়া’ না করেই শ্মশানে সৎকারের গুরুদায়িত্ব পালন! বাংলার মেয়ে টুম্পাকে চেনেন?

advertisement

জানা গিয়েছে, বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রামে জন্ম রাজু দাস বাউলের ৷ গ্রামেই ছোট থেকে বাবা শ্রীদাম দাস বাউলের কাছে তালিম নেন রাজু। পরবর্তীতে তাঁরা সপরিবারে লাল মাটির শহর বোলপুর শহরে চলে আসেন ৷ বর্তমানে বোলপুরের জামবুনির দক্ষিণ পল্লির মাঠপাড়ায় বসবাস করেন রাজু দাস বাউল ৷ বাবা-মা ও স্ত্রী-সন্তানকে নিয়ে তাঁর পরিবার ৷ বাবার কাছে তালিম নেওয়ার পর, বাউল শিল্পে রাজুর গুরু হলেন সত্যানন্দ দাস বাউল।

advertisement

View More

আরও পড়ুন: কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়ছেন! ফের শুরু কেমোথেরাপি

প্রসঙ্গত বলে রাখা ভাল, রফতানিতে আমাদের স্বাধীন ভারতবর্ষের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। কার্যত সেই বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কে বেশ কিছুটা চিড় ধরেছে, বর্তমানে এই নিয়ে জোর চর্চা চলছে দেশে ও দেশের বাইরে৷ তবে দু’দেশের সম্পর্কের ধারা যে খাতে বয়ে চলুক, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় বাংলার বাউল শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন মুলুক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শান্তিনিকেতনের রাজু দাস বাউল আমাদের জানান তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যেমন স্কটল্যান্ড, ইংল্যান্ডের, বার্মিংহাম, ফ্রান্সের প্যারিস, চিনের বেজিং, অস্ট্রেলিয়ার ব্রিসবেন এই সমস্ত জায়গায় নিজের গানের সুর ছড়িয়ে এসেছেন। আর সেখান থেকেই বিভিন্ন কন্টাকটার এর মাধ্যমে তিনি বর্তমানে সদুর আমেরিকায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন। আর সমস্ত খরচা বহন করছেন যেখানে তিনি গান করার সুযোগ পেয়েছেন সেই অ্যাসোসিয়েশন তরফ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Singer: বোলপুরের বাউল শিল্পীর সুরে মাতবে আমেরিকা! প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল