TRENDING:

Purba Bardhaman News: ১৫ থেকে ১৫ হাজার! বাড়ি বসেই 'এই' জিনিস তৈরি করেন শিল্পী, সাধ্য মতো কিনে নিন

Last Updated:

Purba Bardhaman News: সেই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশের মাটিতেও। জাপান, আমেরিকা-সহ আরও বিভিন্ন দেশে গিয়েছে শংকরের তৈরি বাঁশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: শুধুমাত্র যে বাঁশি বাজান তাই নয়, এই ব্যক্তি বাঁশি তৈরিও করেন। নাম শংকর মাল। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের, গাজীপুর পঞ্চায়েতের অন্তর্গত ছোট কুলগাছি গ্রামে। শংকরের বাড়ির ভিতর প্রবেশ করলেই চোখে পড়বে শুধু বাঁশি। সেখানে গেলেই দেখা যাবে, এক মনে বসে বসে চলছে বাঁশি তৈরির কাজ । শংকরের তৈরি বাঁশি বেশ জনপ্রিয়। বংশ পরম্পরায় এই কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। শিল্পীর কথায়, বাঁশি তৈরি এবং বিক্রি তাঁদের চার পুরুষের ব্যবসা। বাবা-দাদারা এই কাজই করেছেন।
advertisement

এখন শংকর বাবু এবং তাঁর ছেলেরাও এই কাজ করছেন। বাড়ির সকলেই বাঁশি তৈরির সঙ্গেই যুক্ত। একটা বাঁশি তৈরি করতে অনেক ক্ষণ সময় লাগে। বাঁশ কেটে সাইজ করা, ডাইস করা বিভিন্ন ধরনের কাজ থাকে। মোটামুটি যদি একটা বাঁশি তৈরি করা হয়, কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে।

শংকরে কাছে ১৫ টাকা থেকে শুরু করে পাওয়া যাবে ১৫ হাজার টাকা দামের বাঁশিও। যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বাঁশি, যেমন স্কেলের বাঁশি, সোজা বাঁশি এবং বাচ্চাদের জন্য অন্য ধরনের বাঁশি। শংকরের কথায়, বাঁশের দাম অনুযায়ী নির্ধারিত হয় বাঁশির দাম। ইতিমধ্যেই শংকরের তৈরি এই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশের মাটিতেও। জাপান, আমেরিকা-সহ আরও বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে শংকর তৈরি বাঁশি। শংকর কলকাতার ভবানীপুরে আগে বাঁশি বিক্রি করতেন।

advertisement

সেখান থেকেই বাঁশি বিদেশে গিয়েছে বলে জানান শংকর। তাঁর কথায়, বাঁশিই হচ্ছে তাদের একমাত্র ব্যবসা। এটাই তাদের কাছে সব, এর উপরেই তারা নির্ভর করে রয়েছেন। বাঁশি তৈরি করেই অর্থ উপার্জন করেন। বর্তমানে শংকর মালের তৈরি বাঁশি যেন ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশ ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে বিদেশেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: ১৫ থেকে ১৫ হাজার! বাড়ি বসেই 'এই' জিনিস তৈরি করেন শিল্পী, সাধ্য মতো কিনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল