TRENDING:

Flute Player: বর্ধমানে তৈরি এই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশ

Last Updated:

Flute Player: বাঁশি বাজানোর পাশাপাশি তৈরিও করেন বর্ধমানের শঙ্কর মাল। এই শিল্পীর তৈরি বাঁশি দেশের পাশাপাশি বিক্রি হচ্ছে বিদেশেও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই ব্যক্তি শুধুমাত্র যে বাঁশি বাজান তাই নয়, তিনি বাঁশি তৈরিও করেন। নাম শঙ্কর মাল। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের গাজীপুর পঞ্চায়েতের অন্তর্গত ছোট কুলগাছি গ্রামে।
বাঁশি 
বাঁশি 
advertisement

শঙ্কর মালের বাড়ির ভিতর প্রবেশ করলেই চোখে পড়বে শুধু বাঁশি। সেখানে গেলেই দেখা যাবে এক মনে বসে বসে চলছে বাঁশি তৈরির কাজ। শঙ্কর মালের তৈরি বাঁশি বেশ জনপ্রিয়। বংশ পরম্পরায় এই কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

advertisement

শিল্পী শঙ্কর মাল আরও জানান, বাঁশি তৈরি এবং বিক্রি তাঁদের চার পুরুষের ব্যবসা। বাবা, দাদারা এই কাজই করেছেন। এখন তিনি এবং তাঁর ছেলেরা করছেন। তাঁদের বাড়ির সকলেই বাঁশি তৈরির সঙ্গে যুক্ত।

advertisement

শঙ্কর মালের কাছে ১৫ টাকা থেকে শুরু করে পাওয়া যাবে ১৫ হাজার টাকা দামের বাঁশি। যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বাঁশি, যেমন স্কেলের বাঁশি, সোজা বাঁশি এবং বাচ্চাদের জন্য অন্য ধরনের বাঁশি। তবে শঙ্কর মাল জানিয়েছেন, বাঁশের দাম অনুযায়ী নির্ধারিত হয় বাঁশির দাম।

advertisement

ইতিমধ্যেই শঙ্কর মালের তৈরি এই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশে। শঙ্কর মাল আগে কলকাতার ভবানীপুরে বাঁশি বিক্রি করতেন। সেখান থেকেই বাঁশি বিদেশে গিয়েছে বলে জানান। বর্তমানে তার তৈরি বাঁশি আমেরিকা, বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশে বিক্রি হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flute Player: বর্ধমানে তৈরি এই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল