আরও পড়ুন: ভাঙা রাসের দুঃখ ভুলতে শান্তিপুরে হয়ে গেল সাংস্কৃতিক আখড়া
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুল মার্কেটের বিক্রেতা প্রদীপ ঘোষ গান গেয়ে ফুল বিক্রি করেন। তিনি তা নিজেই গান রচনা করেন এবং সেই গান ফুল বিক্রি করার সময় গেয়ে ক্রেতাদের মন ভরিয়ে দেন। যে কারণে ফুল ক্রেতারা কোলাঘাট ফুল মার্কেটে গেলে অন্ততপক্ষে তাঁর কাছে একবার পৌঁছে যান গান শোনার তাগিদে। ৩০ বছর ধরে তিনি ফুলের ব্যবসা করে আসছেন। ক্রেতাদের চাহিদা মত তিনি বিভিন্ন ধরনের ফুল বিক্রি করে থাকেন। আর সেই সকল বিভিন্ন ধরনের ফুল নিয়েই গান রচনা করেন। ফুলের সঙ্গে সঙ্গে তার দামের প্রসঙ্গও গানের সঙ্গে জুড়ে দিতে দেখা যায়। বাজারে ফুল কিনতে এসে গান শোনা এ যেন বাড়তি পাওনা ক্রেতাদের কাছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রদীপবাবু কেবলমাত্র নিজের রচনা করা গান গেয়ে থাকেন এমন নয়। পুরানো দিনের বিভিন্ন গানও তাঁর কন্ঠ থেকে শোনা যায়। বর্তমানে কোলাঘাট ফুল মার্কেটের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন এই ফুল বিক্রেতা।
সৈকত শী