আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যপ্রাণ ও গ্রামের মানুষের পাশে হাওড়া একদল যুবক! করছেন এই কাজ
বলা যেতে পারে বিদ্যালয়ে ‘পুষ্টি উদ্যান’ গড়ে উঠেছে |বিদ্যালয় যেন ফলের সম্ভার| আম,জাম,কাঁঠাল,পেয়ারা, লেবু আঁশ ফল,সবেদা,কুল,পেয়ারা, জামরুল সহ নানা ফলের সম্ভারে পরিপূর্ণ | আর তা দেওয়া হয় স্কুলের পড়ুয়াদেরও |এমনকি শীতে বাঁধাকপি, ফুলকপি, মুলো, লঙ্কা,বেগুন, শিম, কুমড়ো, প্রভৃতি সবজির চাষও হয়ে থাকে | সব মিলিয়ে প্রায় ১৮-২০ রকম ফলের গাছ, নানা ফুল এবং ভেষজ গাছও রয়েছে |ছাত্র-ছাত্রী, শিক্ষকরা মিলে গাছের পরিচর্যা করেন |তবে এই বাগানের মূল কান্ডারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন প্রত্যেকটি শিশুর নামে একটি করে গাছ নেওয়া | এমনকি শিশুদের নিজেদের জন্মদিনে গাছের গোড়ায় জন্মমাস পালন করা হয় | এর ফলে বাচ্চারা গাছ তথা প্রকৃতির গুরুত্ব বোঝে।
advertisement
আরও পড়ুন: জেলা জুড়ে বাড়ছে পার্থেনিয়াম, নির্মূল করতে তৎপর স্থানীয় যুবকরা
সারা বছর কোন না কোন ফল থাকে গাছে ফুল, ফলের পাশাপাশি শীতকালে সবজির চাষের ফলে বাচ্চারাও তা খেতে পারে। গাছের লেবু দিয়েই মিড ডে মিল গরমে শরবত খায় ছাত্র-ছাত্রীরা। এমনকি গরমে আম,জাম,কাঁঠাল খায় বলেও জানাল ছাত্র-ছাত্রীরা। পেয়ারা জামরুল জামও সকলে ভাগ করে খায় | বলতে গেলে সারা বছরই কোনও না কোনও ফলের গুনাগুণ পেতে থাকে বাচ্চারা। পড়াশুনার পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসতে পেরে খুব খুশি স্কুলের পড়ুয়ারা |
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি