হাওড়া ফুল মেলা শুধু আকর্ষণীয় ফুলে সীমাবদ্ধ নয়। এখানে উত্তর থেকে আসা লক্ষ টাকা মূল্যের অর্কিড বনসাই আছে, রয়েছে ক্যাকটাস স্যকুলেন্ট। সেই সঙ্গেই টবে আম, কমলা, কুল, বেল, কামরাঙার মতো ফলের গাছও ভীষণ ভাবে আকৃষ্ট করছে ছোট-বড় সকলের মন। এছাড়া আকর্ষণ টবে চোখ জুড়ানো সবজি, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, লঙ্কা তো আছেই। টবে লাউ, কুমড়ো, চিচিঙ্গা, করোলার গাছও সকলের নজর কেড়ে নিচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ডাক বিভাগের দৌলতে অভাবের দিন শেষ, শিল্পীদের পকেটে ঢুকেছে মোটা টাকা! এক ফোনেই ঘরে পৌঁছবে ছৌ মুখোশ
এক একটি টবে লতানো গাছ সযত্নে রিং আকারে তৈরি করা হয়েছে। আর সেই গাছে অসংখ্য ফল ও সবজি ঝুলছে। ফল, ফুল, সবজির ভারে ছোট গাছ লুটিয়ে পড়েছে। অবাক চোখে সেই দৃশ্য তাকিয়ে দেখছে মানুষ। সেই সঙ্গে রয়েছে বনসাইয়ের প্রদর্শন। সব মিলিয়ে, হাওড়া ফুল মেলা কংক্রিটের জঙ্গলে তাজা সবুজ অক্সিজের মতো। মেলার আগ্রহ এবার আরও বাড়িয়ে দিয়েছে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় , অপরাজিতা আঢ্য এবং মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে উদ্যোক্তা শ্যামল মিত্র জানান, মেলার আকর্ষণ ফুল, ফল ও সবজি গাছ। রয়েছে বনসাই এবং লক্ষ টাকা মূল্যের হিল অর্কিড। শহরের মানুষকে একে-অপরের সঙ্গে মিলিয়ে দিতেই এই ফুল মেলা। শুরু থেকেই মানুষের আগ্রহ রীতিমত চোখে পড়ার মতো। একইসঙ্গে ৪ দিনের মেলায় লক্ষাধিক মানুষের উপস্থিতির কথা জানান তিনি।





