ব্যতিক্রমী চাষ হিসেবে উদ্যান পালনের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন মানুষের মধ্যে। ছোট-বড় বাহারি ফুল গাছ কীভাবে সহজে বাড়িতে চাষ করা যাবে? তাই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই ফুলের মেলা থেকে। একইসঙ্গে বনসাই গাছ কীভাবে চাষ করবেন ও কীভাবে এগ্রিকালচারের পাশাপাশি হটিকালচারকে নিয়ে এগোনো যাবে তা নিয়েও আলোচনা করা হয় এই পুষ্প প্রদর্শনীতে। জেলার চাষিদের মধ্যে যাতে ব্যতিক্রমী চাষ হিসেবে ফুল চাষ করার প্রবণতা বৃদ্ধি পায় সেই দিকে নজর দিয়েই এই মেলার আয়োজন।
advertisement
আরও পড়ুন: বড় পর্দায় নতুন করে মুক্তি পাচ্ছে সত্যজিৎ রায়ের ছবি ‘নায়ক’! ফের মন ভরাবে উত্তম-শর্মিলা জুটি!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে উদ্যান পালন দফতরের আধিকারিক শুভজিৎ নাথ তিনি জানান, “আগামী দিনে উদ্যান পালনের প্রতি মানুষের আগ্রহ তা বৃদ্ধি পাচ্ছে। বাড়ির ছাদে বাগানে মানুষের গাছ লাগানোর প্রবণতা বেড়েছে। বিভিন্ন ফুল ফলের গাছের পাশাপাশি বাহারি ক্যাকটাস ও বিভিন্ন রকম বনসাই গাছ কীভাবে সহজেই মানুষ চাষ করবেন বাড়িতে তাই নিয়ে একটি প্রশিক্ষণ শিবির ও করা হয়েছে পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে। আগামীদিনে যাতে মানুষের এই ফুল চাষ করে রোজগার বৃদ্ধি করতে পারে তাই কারণে এই বিশেষ প্রশিক্ষণ শিবির এবং পুষ্প প্রদর্শনের আয়োজন এমনটাই জানিয়েছেন তিনি।”
রাহী হালদার





