Nayak: বড় পর্দায় নতুন করে মুক্তি পাচ্ছে সত্যজিৎ রায়ের ছবি 'নায়ক'! ফের মন ভরাবে উত্তম-শর্মিলা জুটি!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Nayak: সত্যজিৎ রায় পরিচালিত, উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত ছবি 'নায়ক' বড় পর্দায় নতুন করে মুক্তি পাচ্ছে! জানুন কীভাবে দেখা যাবে এই ছবি!
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ‘নায়ক’। বাংলার তো বটেই ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিৎ-এর এই কাজ। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন উত্তমকুমার ও শর্মিলা ঠাকুর। এছাড়াও এই ছবিতে ছিলেন বীরেশ্বর সেন, নির্মল ঘোষ, সৌমেন বোস, প্রেমাংশু বোস, এবং সুমিতা সান্যাল-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement