এলাকাবাসীর অভিযোগ, সমস্যার কথা একাধিক দফতরে জানিয়েও কাজ হয়নি। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। এমনকি জলমগ্ন হয়েছে গ্রামের কৃষি জমিও। প্রায় দু’হাজার বিঘা জমি এখন জলের তলায়। ফলে আর্থিকভাবেও দুশ্চিন্তার মধ্যে পড়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: পুলিশের গাড়ি দেখেই ট্রাক্টর ফেলে দে ছুট! গ্রিন ট্রাইবুনালের নির্দেশ এড়িয়ে কী হচ্ছিল জানেন?
advertisement
জানা গিয়েছে, নবগ্রাম বিধানসভার শাহজাদপুর অঞ্চলের তিওরপুকুর গ্রামের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে ভারী বর্ষণে। জল নিকাশি ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জল মাড়িয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়দের অভিযোগ, তিওরপুকুর গ্রাম সংলগ্ন কমল বিলে এলাকার প্রায় আট থেকে দশটি গ্রামের জল এসে মেশে। কিন্তু সেই জল বের হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা না থাকায় প্লাবিত হয়ে পড়ছে গ্রামের বিভিন্ন জায়গা। কমল বিলের জল বের হওয়ার জন্য নিকাশি নালা তৈরি করে দেওয়ার দাবি জানানো হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীদের দাবি, নিকাশি নালা তৈরি হয়ে গেলে বেশি বৃষ্টি হলেও গ্রাম জলমগ্ন হওয়া থেকে রক্ষা পাবে। কৃষি প্রধান এলাকা হাওয়ায় জল জমে যাওয়ার ফলে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এদিকে কৃষি দফতর সুত্রে জানা গিয়েছে, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেই জন্যেই পরিস্থিতি এত জটিল হয়ে উঠেছে। তবে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।