Police Seize Tractor: পুলিশের গাড়ি দেখেই ট্রাক্টর ফেলে দে ছুট! গ্রিন ট্রাইবুনালের নির্দেশ এড়িয়ে কী হচ্ছিল জানেন?
Last Updated:
একটি অসাধুচক্র প্রশাসনের চোখে ধুলো দিয়ে এখনও নদী থেকে বালি-পাথর চুরি করে চলেছে! সেই তারাই ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের চেঙ্গা নদী থেকে বালি ও পাথর চুরি করছে খবর পেয়ে হানা দেয় পুলিশ
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশে গত ৩ মাস ধরে বন্ধ রয়েছে জেলার সমস্ত নদীঘাট। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনও যথেষ্ট সক্রিয়। কিন্তু এরই মধ্যে আদালতের নির্দেশ অমান্য করে নানান কার্যকলাপ যে চলছে তা দিনের আলোর মত পরিষ্কার। প্রশাসনের চোখে ধুলো দিয়ে পালানোর সময় ধরা পরল পাথরবোঝাই লরি।
জানা গিয়েছে, একটি অসাধুচক্র প্রশাসনের চোখে ধুলো দিয়ে এখনও নদী থেকে বালি-পাথর চুরি করে চলেছে! সেই তারাই ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের চেঙ্গা নদী থেকে বালি ও পাথর চুরি করছে খবর পেয়ে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ।
আরও পড়ুন: রেশনের চাল-গম পাচার! ‘ড্যামেজ’ মাল হকারকে দিলে ভাল ফেরত দিত, আজব সাফাই ডিলারের
ঠিক সময়ে পুলিশ চলে যাওয়ায় ওই অসাধু চক্রের কাজ সম্পূর্ণ হয়নি। পুলিশের হানায় একটি পাথর বোঝাই ট্রাক্টর ধরা পড়ে। ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বেআইনি পাথর বোঝাই ওই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে। তবে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালকরা।
advertisement
advertisement
আরও পড়ুন: এমার্জেন্সি ব্রেক চেপে কোনরকমে রেহাই! বড় ঘটনার হাত থেকে বাঁচালেন দুই ট্রেন চালক
জানা গিয়েছে পুলিশের গাড়ি দেখেই আগেভাগে পালিয়ে যায় বেশকয়েকটি ট্রাক্টর। তবে একটি পালাতে পারেনি। শেষ মুহূর্তে চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে আটক পাথরবোঝাই ট্রাক্টরের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এর আগেও নকশালবাড়ি ও খড়িবাড়িতে বেআইনিভাবে নদীর বালি ও পাথর চুরির ঘটনায় ১৫ টির বেশি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 8:30 PM IST