Save Elephants: এমার্জেন্সি ব্রেক চেপে কোনরকমে রেহাই! বড় ঘটনার হাত থেকে বাঁচালেন দুই ট্রেন চালক
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
এখনও নিজের হারিয়ে ফেলা পরিবারের খোঁজ করতে এই রেল ট্র্যাকের সামনে মাঝে মধ্যে আসতে দেখা যায় ওই তিনটি হাতির পরিবারের এক পুরুষ হাতিকে
![স্বাভাবিক গতিতেই চলছিল ট্রেন। হটাৎ করেই এমার্জেন্সি ব্রেক কষলেন চালক। আর তাতেই আরও একবার এড়ানো সম্ভব হল হাতি ও মানুষের সংঘর্ষ। ফলে প্রাণে বাঁচল একপাল হাতি। এই সময়োচিত পদক্ষেপের জন্য দায়িত্বপ্রাপ্ত চালকদের প্রশংসায় ভরিয়েছে রেল বিভাগ।[ছবি ও তথ্য: অনন‍্যা দে] স্বাভাবিক গতিতেই চলছিল ট্রেন। হটাৎ করেই এমার্জেন্সি ব্রেক কষলেন চালক। আর তাতেই আরও একবার এড়ানো সম্ভব হল হাতি ও মানুষের সংঘর্ষ। ফলে প্রাণে বাঁচল একপাল হাতি। এই সময়োচিত পদক্ষেপের জন্য দায়িত্বপ্রাপ্ত চালকদের প্রশংসায় ভরিয়েছে রেল বিভাগ।[ছবি ও তথ্য: অনন‍্যা দে]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5366662_img20250424wa0032_watermark_08082025_130540_2.jpg?impolicy=website&width=827&height=620)