প্রায় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের এই শিবিরে রাখা হয়েছে। প্রয়োজনীয় খাবার ও অন্য জিনিসপত্র দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত অনেকেই জলে আটকে রয়েছেন। তাদেরও ক্রমাগত উদ্ধার করার প্রচেষ্টা চলছে। এলাকার বাসিন্দারা জানান, প্রতিবছরই বর্ষাকালে তাদের এলাকায় জল জমে। তবে এ-বছর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যান্য বছর গুলি তুলনায় এ-বছর জল আরও অনেক বেশি জমছে।
advertisement
আরও পড়ুন: মোবাইল থেকে দূরে থেকেই NEET-এ অসাধারণ রেজাল্ট দুই ভাইয়ের, সাফল্যের পিছনে রয়েছে আরও সিক্রেট!
এ-বছর রেলের কাজ হওয়ার পর কালভার্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে। জমে থাকা নোংরা জল বের হতে পারছে না। জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, টানা তিনদিন ধরে পুনরসভার পক্ষ থেকে সাধুডাঙা এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। যারা জলে আটকে ছিল তাদেরকে উদ্ধার করা হচ্ছে। তবে এইভাবে জল বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।