NEET UG Result: মোবাইল থেকে দূরে থেকেই NEET-এ অসাধারণ রেজাল্ট দুই ভাইয়ের, সাফল্যের পিছনে রয়েছে আরও সিক্রেট!

Last Updated:

NEET UG Result: শনিবারই ফল প্রকাশিত হয়েছে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET (UG)-র।

মোবাইল থেকে দূরে থেকেই NEET-এ অসাধারণ রেজাল্ট দুই ভাইয়ের, সাফল্যের পিছনে রয়েছে আরও সিক্রেট!
মোবাইল থেকে দূরে থেকেই NEET-এ অসাধারণ রেজাল্ট দুই ভাইয়ের, সাফল্যের পিছনে রয়েছে আরও সিক্রেট!
শনিবারই ফল প্রকাশিত হয়েছে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET (UG)-র। গত ৪ মে নেওয়া হয়েছিল পরীক্ষা। ফল প্রকাশ করা হল এক মাস ১০ দিন পর। অন‍্যতম কঠিন এই পরীক্ষায় দুর্দান্ত ফল করে চমকে দিয়েই দুই ভাই। কোন মন্ত্রে এই দুই ভাই পেলেন সাফল‍্য? তাঁরা নিজেরাই জানালেন।
রাজস্থানের দুই কৃতি ছাত্র অনীশ বিডিসায়র এবং আশীষ বিডিসায়র গোটা দেশে খুবই ভাল র‍্যাঙ্ক করেছেন। অনীশ বিডিয়াসয়র দেশে ১৯৪ তম র‍্যাঙ্ক এবং ক্যাটেগরি র‍্যাঙ্ক ৪৬ পেয়েছেন। ভাই আশীষ বিডিয়াসর অল ওভার ২৪৪ তম র‍্যাঙ্ক এবং ক্যাটেগরি র‍্যাঙ্ক ৬৬ পেয়েছেন। দুই ভাই ডিডওয়ানা নাগৌরের বাসিন্দা। তাদের বাবা ডিডওয়ানায় ঠিকাদারি কাজ করেন এবং মা গৃহিণী। দুই ভাই তাদের সাফল্যের কৃতিত্ব তাদের বাবা-মাকে দিয়েছেন। তাদের ডাক্তার হওয়ার স্বপ্নের পথে প্রথম সফল পদক্ষেপ।
advertisement
advertisement
আশীষ বিডিয়াসর জানিয়েছেন, ‘‘আমরা দুই ভাই একসঙ্গে নাগৌর থেকে NEET-এর প্রস্তুতির জন্য এসেছিলাম। দু’জন একই রুমে থাকতাম। একসঙ্গে পড়াশোনা করতাম এবং একসঙ্গে খেতাম। দুইজনের দৈনন্দিন রুটিন একই ছিল। প্রতিদিন পড়াশোনা করার পর দুইজন একে অপরের জন্য টেস্ট পেপার তৈরি করতাম।’’ দুইজন সেলফ স্টাডিতে বেশি ফোকাস করেছিল। তিনি জানিয়েছেন যে পরিবারের স্বপ্ন হল দুই ভাইয়ের একসঙ্গে ডাক্তার হওয়া।
advertisement
এই স্বপ্ন পূরণ করার জন্য দুই ভাই প্রাণপণ পরিশ্রম করছে। আশীষ জানিয়েছেন যে এখন শীঘ্রই আমরা দুই ভাই দেশের শীর্ষ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পরিবারের স্বপ্ন পূরণ করব। তিনি জানিয়েছেন যে দুই ভাই প্রতিদিন ৮ ঘণ্টা সেলফ স্টাডি করত। NEET-এর প্রস্তুতির সময় একদিনও মোবাইল ফোন ব্যবহার করেনি।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG Result: মোবাইল থেকে দূরে থেকেই NEET-এ অসাধারণ রেজাল্ট দুই ভাইয়ের, সাফল্যের পিছনে রয়েছে আরও সিক্রেট!
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement