আরও পড়ুন: কোর এরিয়ায় ঢুকে এবার রয়েল বেঙ্গল দর্শন, লঞ্চে বিশেষ ব্যবস্থা
এই পাখিগুলির অধিকাংশ পাখিই ওয়েট ল্যান্ড বার্ড। জলের উপরেই থাকতে ভালোবাসে এই পাখির দল।জলের উপরে কখনও আপন খেয়ালে ভেসে বেড়ায়, আবার ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ভেসেলের কাছে। ভেসেলে থাকা যাত্রীরাও তাদের খাবার দেয়। পাখির কলরবে গুঞ্জন ওঠে নদীতে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার মৃদু আলোতে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: মাটির হাঁড়ি নয়, এবার আধুনিক পাউচে বিক্রি হবে নলেন গুড়
নভেম্বরের শুরু থেকে গোটা শীতকাল জুড়েই এই পাখির ঝাঁক দেখতে পাওয়া যায়। এই পাখি নিয়ে স্থানীয়রা জানিয়েছেন ভেসেলের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় অনেক সময় পাখিগুলি এতটাই কাছে চলে আসে, তাদের হাত দিয়ে ধরাও যায়। সেসময় অনেকেই তাদের মাথায় হাত বুলিয়ে আদর করেন। কখনওকখনও হাত থেকে খাবার খায় এই পাখী গুলো। এমন অপরূপ দৃশ্য যা আর কোথাও দেখতে পাওয়া যায়না। এই দৃশ্য দেখতে হলে আপনাকে আসতেই হবে গঙ্গাসাগরে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাহলে আর অপেক্ষা কিসের চলে আসুন শীতের মরশুমের ছোট ছুটিতে গঙ্গাসাগরে।
নবাব মল্লিক