TRENDING:

Saline: সেই ঘাতক স‍্যালাইন? মেদিনীপুরে গুরুতর অসুস্থ ৫ প্রসূতি, উস্কে দিচ্ছে কর্ণাটকে ৪ প্রসূতি মৃত‍্যুর মর্মান্তিক স্মৃতি!

Last Updated:

Midnapore Medical College and Hospital: মেদিনীপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে স্যালাইন দেওয়ার পরেই গুরুতর অসুস্থ পাঁচ প্রসূতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: মেদিনীপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে স্যালাইন দেওয়ার পরেই গুরুতর অসুস্থ পাঁচ প্রসূতি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ রোগীর পরিজনদের। রোগীর পরিবারের অভিযোগ, ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল প্রসুতিদের। এরপর থেকেই একাধিক সমস্যা দেখা দেয় পাঁচ প্রসূতির। তড়িঘড়ি দুজনকে সিসিইউ একজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

সেই ঘাতক স‍্যালাইন? মেদিনীপুরে গুরুতর অসুস্থ ৫ প্রসূতি, উস্কে দিচ্ছে কর্ণাটকে ৪ প্রসূতি মৃত‍্যুর মর্মান্তিক স্মৃতি!
সেই ঘাতক স‍্যালাইন? মেদিনীপুরে গুরুতর অসুস্থ ৫ প্রসূতি, উস্কে দিচ্ছে কর্ণাটকে ৪ প্রসূতি মৃত‍্যুর মর্মান্তিক স্মৃতি!
advertisement

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে কর্নাটকে চার প্রসূতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, ত্রুটিপূর্ণ আর এল বা রিঙ্গার লেক্টেড স্যালাইন দেওয়া হয়েছিল প্রসুতিদের শরীরে। এরপরও রাজ্যের একাধিক জায়গায় RL স্যালাইন নিয়ে নানা অভিযোগ সামনে আসে।

আরও পড়ুন: ৪৫০ কোটির মালকিন, ৫ মিনিটের জন‍্য নেন ১.৫ কোটি? দুই সন্তানের বাবাকে বিয়ে, ৪০-পেরিয়েও কাঁপাচ্ছেন বলিউড! চিনতে পারছেন নায়িকাকে?

advertisement

এবার ফের অভিযোগের কেন্দ্র বিন্দুতে সেই রিঙ্গার লেক্টেড স্যালাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গোটা বিষয় নিয়ে তদন্তের দাবী জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর আত্মীয়রা। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

আরও পড়ুন: হয়ে গেল দিন ঘোষনা! জলের দরে পাওয়া যাবে মোবাইল, ল্যাপটপ, টিভি…Amazon, Flipkart-এ Republic Day Sale কবে থেকে শুরু? জানুন

advertisement

সূত্রের খবর, অসুস্থ চার প্রসূতির শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় ইতিমধ্যেই গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অন্যদিকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সেন্ট্রাল ল্যাবে। কী কারনে ঘটল এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন হাসপাতাল সুপার ডাঃ জয়ন্ত রাউত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শোভন দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saline: সেই ঘাতক স‍্যালাইন? মেদিনীপুরে গুরুতর অসুস্থ ৫ প্রসূতি, উস্কে দিচ্ছে কর্ণাটকে ৪ প্রসূতি মৃত‍্যুর মর্মান্তিক স্মৃতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল