উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে কর্নাটকে চার প্রসূতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, ত্রুটিপূর্ণ আর এল বা রিঙ্গার লেক্টেড স্যালাইন দেওয়া হয়েছিল প্রসুতিদের শরীরে। এরপরও রাজ্যের একাধিক জায়গায় RL স্যালাইন নিয়ে নানা অভিযোগ সামনে আসে।
advertisement
এবার ফের অভিযোগের কেন্দ্র বিন্দুতে সেই রিঙ্গার লেক্টেড স্যালাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গোটা বিষয় নিয়ে তদন্তের দাবী জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর আত্মীয়রা। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
সূত্রের খবর, অসুস্থ চার প্রসূতির শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় ইতিমধ্যেই গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অন্যদিকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সেন্ট্রাল ল্যাবে। কী কারনে ঘটল এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন হাসপাতাল সুপার ডাঃ জয়ন্ত রাউত।
শোভন দাস