হয়ে গেল দিন ঘোষনা! জলের দরে পাওয়া যাবে মোবাইল, ল্যাপটপ, টিভি...Amazon, Flipkart-এ Republic Day Sale কবে থেকে শুরু? জানুন
- Published by:Ankita Tripathi
- trending-desk
Last Updated:
ইতিমধ্যেই আসন্ন সেল সম্পর্কে দিনক্ষণ প্রকাশ্যে আনল ভারতের সবথেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Flipkart।
প্রজাতন্ত্র দিবসের আর কয়েক সপ্তাহ বাকি। আর এরই মধ্যে গ্রাহকদের জন্য দারুণ সুখবর! ইতিমধ্যেই আসন্ন সেল সম্পর্কে দিনক্ষণ প্রকাশ্যে আনল ভারতের সবথেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Flipkart। জানা গিয়েছে যে, নন-প্রাইম মেম্বারদের জন্য Amazon-এর Great Republic Day সেল ২০২৫ শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি দুপুর থেকে।
advertisement
তবে এর ১২ ঘণ্টা আগে থেকে অবশ্য দুর্দান্ত ডিল পাবেন প্রাইম ব্যবহারকারীরা। আর Flipkart-এর জন্য Monumental Sale শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। আর প্লাস মেম্বাররা এক দিন আগে অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে এই ডিল পেতে শুরু করবেন। তাহলে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, Amazon এবং Flipkart-এর আসন্ন Republic Day Sale-এর বিষয়ে।
advertisement
Amazon Great Republic Day Sale:Amazon-এর Great Republic Day সেলে মোবাইল ফোন এবং সেই সম্পর্কিত অ্যাকসেসরির উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় বা ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা। এই সেলের তালিকায় থাকবে Apple, iQOO, OnePlus, Samsung এবং Xiaomi-র মতো নামীদামি ব্র্যান্ডও। নিজেদের মাইক্রোসাইটে ইতিমধ্যেই কিছু ডিলের টিজার এসেছে।
advertisement
advertisement
advertisement
Flipkart Monumental Sale:আসন্ন সেলের অংশ হিসেবে মাত্র ৬৩৯৯৯ টাকায় iPhone 16 বিক্রি করছে Flipkart। এই ফোনের বর্তমান বিক্রয় মূল্য ৭৪৯০০ টাকা। ফলে বোঝাই যাচ্ছে যে, প্রচুর ছাড় দিয়েই Flipkart বিক্রি করছে এই ফোন। অন্য দিকে Samsung Galaxy S24 Plus পাওয়া যাচ্ছে মাত্র ৫৯৯৯৯ টাকায়। আর এই সেলে Apple iPad ((1oth Gen) বিক্রি হবে মাত্র ২৭৯৯৯ টাকায়।
advertisement
সংশ্লিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্ম এ-ও নিশ্চিত করে জানিয়েছে যে, যদি গ্রাহকরা Flipkart Axis Bank card ব্যবহার করে কেনাকাটা করেন, তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এর পাশাপাশি ল্যাপটপ, টিভি, ট্যাবলেট ও হোম অ্যাপ্লায়েন্সেসের মতো ইলেকট্রনিক সামগ্রী এবং অন্যান্য বেস্ট সেলিং ব্র্যান্ডের স্মার্টফোনের উপর প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা।