তবে এই জলমগ্ন এলাকা থেকেই লক্ষ্মী লাভ হচ্ছে এক শ্রেণির মানুষের। বিভিন্ন জলমগ্ন জায়গাতেই শুরু হয়ে গিয়েছে মাছ ধরার তোড়জোড়।
advertisement
শৈলেশ্বর মাঝি নামে এক ব্যক্তি বলেন, এখন সবাই জাল কিনছে আর মাছ ধরছে। প্রচুর মাছও পাওয়া যাচ্ছে। রুই, কাতলা, মিরিক, দেশি মাগুর এইসব মাছ পাওয়া যাচ্ছে। বিক্রিও করছি, আবার নিজেরাও খাচ্ছি।
মাছ ধরার সরঞ্জাম বিক্রি করেন এরকম একজন ব্যবসায়ী জানিয়েছেন, এই টানা বৃষ্টিপাতের কারণে তাঁদের দোকানে এখন ব্যাপক পরিমাণে মাছ ধরার জাল বিক্রি হচ্ছে। খেপলা জাল সবথেকে বেশি বিক্রি হচ্ছে। ভিড় লেগেই থাকছে সবসময়।
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন জেলার প্রায় সর্বত্রই এই মাছ ধরার ছবি লক্ষ্য করা যাচ্ছে। জলমগ্ন জায়গাতেই জোর কদমে চলছে মাছ ধরার কাজ। অনেকে সেই মাছ ধরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বিক্রিও করছেন। পথচলতি অনেকেই একবার হলেও দাঁড়িয়ে দেখছেন এই মাছ ধরার দৃশ্য।বনোয়ারীলাল চৌধুরী