TRENDING:

South 24 Parganas News: উপকূলের বাজারে তাজা মাছ! ব্যান পিরিয়ডের মধ্যে চলছে মাছ ধরা, বন্ধ করার দাবি

Last Updated:

১৪ ই এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যানপিরিয়ড। কিন্তু উপকূলের বাজারে মিলছে মাছ, কারণ নজরদারি এড়িয়ে মাছ ধরছেন অনেকেই‌।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ১৪ ই এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যানপিরিয়ড। কিন্তু এর মধ্যেই নজরদারি এড়িয়ে মাছ ধরছেন অনেকেই‌। এগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির। নজরদারির অভাবে দেখা যাচ্ছে ছোট মাছ ধরাও হচ্ছে এই সময়। এই নজরদারিতে প্রশাসনের গাফলতি থেকে যায় বলে দাবি মৎস্যজীবী সংগঠনের।
advertisement

আরও পড়ুন: স্কুলের মিড ডে মিলে ফল-আইসক্রিম দিয়ে ৩৬ রকমের সুস্বাদু পদ! পাত পেড়ে খেতে বসল কচি-কাঁচারা

এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন উপকূলের বাজারে মাছ আসছে। কিন্তু সেগুলি কোথায় থেকে আসছে তার খুজে বের করতে হবে। এই ঘটনায় যে সমস্ত মৎস্যজীবীরা ব্যান পিরিয়ড মানছে তাদের ক্ষতি হচ্ছে। প্রশাসনের এই দিকে নজর দেওয়া উচিৎ বলে মত তাঁর। বারে বারে প্রশাসনের তরফ থেকে ছোট মাছ ধরা যাবে না বলে মিটিং করে বলা হয়েছে মৎস্যজীবীদের।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তার পরেও যদি কেউ প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেক্ষেত্রে প্রশাসন অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহন করুক বলে দাবি মৎস্যজীবী সংগঠনগুলির। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, ব্যান পিরিয়ড রক্ষা করতে না পারলে ভবিষ্যতে মাছ পাওয়া যাবেনা। এই সময় সরকারি আইন না মানলে বোট বাজেয়াপ্ত, জেল-জরিমানা সবই হতে পারে। কিন্তু কিছু মৎস্যজীবী সে সব মানছে না, তাই নজরদারি আরও বাড়াতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: উপকূলের বাজারে তাজা মাছ! ব্যান পিরিয়ডের মধ্যে চলছে মাছ ধরা, বন্ধ করার দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল