Mid Day Meal: স্কুলের মিড ডে মিলে ফল-আইসক্রিম দিয়ে ৩৬ রকমের সুস্বাদু পদ! পাত পেড়ে খেতে বসল কচি-কাঁচারা

Last Updated:
প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেতে গিয়েছে স্কুলের কচি-কাঁচারা। কিন্তু সেখানে গিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবে তারা। ৩৬ রকমের পদ ছিল তাদের সামনে।
1/6
প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেতে গিয়েছে স্কুলের কচি-কাঁচারা। কিন্তু সেখানে গিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবে তারা। ৩৬ রকমের পদ ছিল তাদের সামনে।
প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেতে গিয়েছে স্কুলের কচি-কাঁচারা। কিন্তু সেখানে গিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবে তারা। ৩৬ রকমের পদ ছিল তাদের সামনে।
advertisement
2/6
এমন ঘটনা ঘটল ফলতা এফপি স্কুলে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, জেলার খাদ্য দফতর ও কেন্দ্রীয় সরকারের পিএম পোষানের আওতায় 'তিথি ভোগ' দেওয়া হয়েছে তাদের।
এমন ঘটনা ঘটল ফলতা এফপি স্কুলে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, জেলার খাদ্য দফতর ও কেন্দ্রীয় সরকারের পিএম পোষানের আওতায় 'তিথি ভোগ' দেওয়া হয়েছে তাদের।
advertisement
3/6
এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সী মহাশয়া।সমস্ত শিক্ষার্থীদের জন্যে ৩৬ রকমের খাদ্য রন্ধন করা হয়।
এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সী মহাশয়া।সমস্ত শিক্ষার্থীদের জন্যে ৩৬ রকমের খাদ্য রন্ধন করা হয়।
advertisement
4/6
মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলমি শাক ভাজা, ঢেঁড়শ ভাজা, বিনস ভাজা, সোয়াবিন তরকারি।
মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলমি শাক ভাজা, ঢেঁড়শ ভাজা, বিনস ভাজা, সোয়াবিন তরকারি।
advertisement
5/6
পনির কোপ্তা, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, কুমড়ো পুঁই শাক চিংড়ি, ঝিঙে আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাংসের তরকারি।
পনির কোপ্তা, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, কুমড়ো পুঁই শাক চিংড়ি, ঝিঙে আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাংসের তরকারি।
advertisement
6/6
ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ডিমের তরকারি, আমের চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ, আইস ক্রিম, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, ফুচকা, স্যালাড, তরমুজ, আপেল, খেজুর, বেগুনি, হজমোলা ও লস্যি।
ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ডিমের তরকারি, আমের চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ, আইস ক্রিম, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, ফুচকা, স্যালাড, তরমুজ, আপেল, খেজুর, বেগুনি, হজমোলা ও লস্যি।
advertisement
advertisement
advertisement