আর এই প্রতিযোগিতায় কারোর বড়শিতে উঠেছিল বড় সাইজের কাতলা, তো কারোর বড়শিতে বড় সাইজের রুই। মৎস্যপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। এই প্রতিযোগিতায় শুধুমাত্র জেলা পুরুলিয়া নয় পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, মেদিনীপুর, এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। এ বিষয়ে প্রতিযোগিতার আয়োজক ভবানী মাহাতো বলেন,তিনি খেলাধুলার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহী। ইতিপূর্বেও খেলাধুলা নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। এই মাছ ধরার প্রতিযোগিতা হঠাৎ হঠাৎই তার মাথায় আসে। তাই মানুষকে একটু অন্যরকম বিনোদন দিতে তার এই উদ্যোগ।
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন,এরকম প্রতিযোগিতা পুরুলিয়াতে এর আগে হতে দেখেননি তিনি। তিনি মাছ ধরতে না পারলেও মাছ দেখতে খুবই ভালোবাসেন। তাই তিনি এই প্রতিযোগিতায় মাছ দেখতে এসেছেন। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেই সামান্য স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই নানান রকমের বিনোদনের মাধ্যম খুঁজে বেড়ান।
আরও পড়ুনঃ IND vs BAN: ভারতের ২ তারকার কেরিয়ার চিরতরে শেষ! বুঝিয়ে দিল বাংলাদেশ সিরিজ? জানুন বিস্তারিত
তাই পুরুলিয়ার এই মাছ ধরার প্রতিযোগিতায় মানুষের মধ্যে একেবারে উৎসবের মেজাজ দেখতে পাওয়া যায়। উপচে পড়ে দর্শকদের ভিড়। এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মানুষজনসহ প্রতিযোগীদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল তুঙ্গে।
শর্মিষ্ঠা ব্যানার্জি