TRENDING:

South 24 Parganas News: শুরু ফিশিং ব্যান পিরিয়ড!  বন্ধ মাছ ধরা! এই সময় কী করেন মৎস্যজীবীরা জানুন

Last Updated:

শুরু হবে ফিশিং ব্যান পিরিয়ড। তার আগে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে ঘাটে। প্রায় দু'মাস মাছ ধরতে গভীর সমুদ্রে পারি দেবেনা মৎস্যজীবীরা। এই সময় ছুটি তাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শুরু হবে ফিশিং ব্যান পিরিয়ড। তার আগে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে ঘাটে। প্রায় দু’মাস মাছ ধরতে গভীর সমুদ্রে পারি দেবেনা মৎস্যজীবীরা। এই সময় ছুটি তাদের। কিন্তু সত্যিই কীছুটি কাটায় মৎস্যজীবীরা। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, এই সময় ট্রলার সারানো, জাল তৈরি সহ আরও একাধিক আনুসঙ্গিক কাজ করা হবে।
advertisement

আরও পড়ুন: পাওয়া যাবে না সামুদ্রিক মাছ! কারণ জানলে অবাক হবেন

এই কাজগুলি করতে করতে দু’মাস কেটে যাবে। এরমধ্যে মৎস্যজীবীরা কিছুটা সময় পাবে। তারপর আবার সমুদ্রে যাবে মৎস্যজীবীরা। ইতিমধ্যে ট্রলারগুলি নির্ধারিত সময়ের আগে ঘাটে ফিরে এসেছে। অল্প কিছু মাছ আনলেও তা ছিল প্রয়োজনের তুলনায় কম।

advertisement

আরও পড়ুন: ‘৫ মাসের মৃত ছেলেকে মাটিতে ফেলে…’,’মা’ এমনও হয়? প্রেমের জন্য যা ঘটাল সালারের বধূ, ভয়ঙ্কর

View More

এবছর ভারত, বাংলাদেশ ও মায়ানমারে প্রায় একসঙ্গে শুরু হচ্ছে ফিশিং ব্যান পিরিয়ড। আর তার ফলে এবছর ইলিশের প্রজনন বাড়বে। ইলিশের প্রজনন বাড়লে উৎপাদনও বেশি পরিমাণে হবে‌ মনে করছেন সকলে। তবে নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে। আগামীদিনগুলিতে নজরদারিও বাড়বে। সমস্ত মৎস্যজীবীরা এই কয়েকটা মাস অন্য কাজে নিজেদের নিয়োজিত করবে বলে জানিয়েছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শুরু ফিশিং ব্যান পিরিয়ড!  বন্ধ মাছ ধরা! এই সময় কী করেন মৎস্যজীবীরা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল