Murshidabad: '৫ মাসের মৃত ছেলেকে মাটিতে ফেলে...', 'মা' এমনও হয়? প্রেমের জন্য যা ঘটাল সালারের বধূ, ভয়ঙ্কর
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Murshidabad News: পাঁচ মাসের সন্তানের সঙ্গে এ রকম করতে পারে মা? ভাবতেই পারছে না পরিবার। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, প্রেমের তাগিদেই নিজের পাঁচমাসের পুত্র সন্তানকে নৃশংসভাবে মেরে ফেলার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ: নিজের পাঁচ মাসের সন্তানের সঙ্গে এ রকম করতে পারে মা? ভাবতেই পারছে না পরিবার। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, প্রেমের তাগিদেই নিজের পাঁচমাসের পুত্র সন্তানকে নৃশংসভাবে মেরে ফেলার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এমনকি তারপরই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে সে। মর্মান্তিক তথা লজ্জাজনক ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার কাজিপাড়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম মুর সেলিম শেখ। কাজিপাড়া গ্রামে অভিযুক্ত নিজের বাপের বাড়িতে এই ঘটনা ঘটায়। মৃত শিশুর বাবার বাড়ির সদস্যরা দেহ নিয়ে সালার থানার অন্তর্গত তালিবপুরের বাড়িতে আসেন। সেখান থেকে ফের দেহ নিয়ে যাওয়া হয় সালার থানায়। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ হাতে সময় নেই…! দুপুর গড়ালেই ৬ জেলায় ধেয়ে আসবে কালবৈশাখী! ঝেঁপে বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাতের তাণ্ডব ভয় ধরাবে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে তালিবপুর শেখপাড়ার বাসিন্দা রোহিত শেখের সঙ্গে বিয়ে হয় কাজিপাড়ার ওই মহিলার। কিন্তু বিয়ের দু’বছর পেরোতেই সংসারে অশান্তি নেমে আসে। তখন থেকেই বেশিরভাগ সময় বধূ কাজিপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন বলে। তার মধ্যে ওই দম্পত্তি এক পুত্র সন্তানের জন্ম নেয়। যার সম্প্রতি বয়স পাঁচমাস। বধূর শ্বশুরবাড়ির অভিযোগ, ওই বধূ সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। এমনকি এবারের ইদেও শ্বশুরবাড়ি আসেননি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাইলসের রক্তপাত, যন্ত্রণা কিছুতেই কমছে না…? সস্তার ‘এই’ ঘরোয়া প্রতিকারে ৭ দিনে অর্শ থেকে মুক্তি, ম্যাজিকের মতো
মৃত শিশুর বাবার বাড়ির লোকজন কাজিপাড়া গ্রামের প্রতিবেশীদের কাছে শিশুর মৃত্যুর খবর পান। এরপর সেখানে পৌঁছন মৃত শিশুর কাকা রিপন শেখ, ঠাকুমা খুরবা বিবি-সহ অন্যান্যরা। সেখানে পৌঁছে তাঁরা অনুরোধ করেন মৃত শিশুকে সঙ্গে করে তালিবপুর গ্রামে নিয়ে আসেন। সেখান থেকে ফের মৃত শিশু কোলে সালার থানায় পৌঁছন। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
advertisement
মৃত শিশুর বাবা রোহিত শেখ পেশায় রাজমিস্ত্রি। তিনি বলেন, প্রায় পাঁচবছর আগে আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু গত তিনবছর ধরে সংসারে অশান্তি চলছে। সেই কারণে স্ত্রী তিনবছর ধরে বাবার বাড়িতে থাকে। স্ত্রীর সঙ্গে অন্যজনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে জেরেই আমার সন্তানকে শ্বাসরোধ করে মেরে অন্য ছেলের সঙ্গে চলে গিয়েছে।
মৃতের ঠাকুমা খুরবা বিবি বলেন, বৌমা বাড়িতে গিয়ে দেখি নাতির দেহ মাটিতে পড়ে রয়েছে। ওর গলায় কালো দাগ কেন জিজ্ঞাসা করতেই বৌমা ছেলের দেহ ফেলে রেখে অন্যজনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর আমরা দেহ নিয়ে থানায় চলে আসি। ইতিমধ্যেই এই ঘটনায় সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 14, 2025 5:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: '৫ মাসের মৃত ছেলেকে মাটিতে ফেলে...', 'মা' এমনও হয়? প্রেমের জন্য যা ঘটাল সালারের বধূ, ভয়ঙ্কর








