ট্রলারের মধ্যে জল ঢুকে ট্রলারটি ডুবে যায়। জেটিঘাটের ৫০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! নলকূপ বসাতে এসে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩, আহত ১
advertisement
সোমবার সকালে মৎস্যজীবীরা ঘাটে আসলে ট্রলারটি জলে ডোবা অবস্থায় দেখতে পায়। এরপর খবর যায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানায়। বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে বেশ কিছু মৎস্যজীবীর দাবি, ট্রলারটি ভাটার সময় জেটির কাছে ছিল। এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি জেটির উপর উঠে যায়। এরপর এই ঘটনা ঘটে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে ট্রলারটি সরানোর জন্য বলা হয়েছে। কারণ এখানে আরও অনেক ট্রলার এসে দাঁড়ায়। দ্রুততার সঙ্গে কাজ করা না হলে সমস্যা হবে। সেজন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নবাব মল্লিক