Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! নলকূপ বসাতে এসে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩, আহত ১

Last Updated:

Road Accident: পাথরপ্রতিমায় নলকূপ বসাতে এসে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ৩, আহত ১। বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা বলে অনুমান

দুর্ঘটনাগ্রস্থ বাইক
দুর্ঘটনাগ্রস্থ বাইক
পাথরপ্রতিমা: পাথরপ্রতিমায় নলকূপ বসাতে এসে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত তিন, আহত এক। মৃতদের নাম সুব্রত মণ্ডল (২৪), দীপঙ্কর মণ্ডল (১৯) ও মোস্তাকিন (৩২)। আহত যুবকের নাম সঞ্জয় মণ্ডল (১৯)। আহত যুবককে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকার বাসিন্দা।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এসেছিলেন। শনিবার সকাল থেকেই বৃষ্টি চলছে পাথরপ্রতিমায়। এমনাবস্থায় রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে বাইক আরোহীরা।
advertisement
advertisement
স্থানীয়রা দুর্ঘটনার খবর শুনেই ছুটে আসেন সেখানে। ঘটনাস্থল থেকেই তিনজনকে মৃত ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। খবর যায় পাথরপ্রতিমা থানায়। পুলিশ আহত সঞ্জয়কে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর বসিরহাট থেকে পাথরপ্রতিমায় নলকূপ বসানোর কাজে এসেছিলেন তাঁরা। যশোদা মোড়ে এই কাজ চলছিল। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকেও উদ্ধার করা হয়েছে।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! নলকূপ বসাতে এসে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩, আহত ১
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement