ঝাড়গ্রামের মৎস্যজীবীদের মাছ চাষ বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মিঠা জলে আধুনিক পদ্ধতিতে কীভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হাতে-কলমে তার প্রশিক্ষণ দেওয়া হল। এই প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ কুনামী হাঁসদা, রাজ্য কমিটির সম্পাদক মদনমোহন মণ্ডল, বিকাশ চন্দ্র জানা, অক্ষয় কুমার সাহু সহ বিশিষ্টরা।
advertisement
আরও পড়ুন: ঘাটালে মুক্তির আনন্দ! অবশেষে নামল জল
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার পক্ষ থেকে একদিনের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার বহু মৎস্যজীবী এই প্রশিক্ষণ শিবিরের অংশ নেন। কেন্দ্রীয় মিঠা জল জীব পালন সংস্থা ও আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পাবদা, শিঙি ও ট্যাংরা মাছের প্রজনন নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
বর্ষাকাল বেশিরভাগ মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত সময়। সেই দিকে লক্ষ্য রেখে এই হাতে-কলমে এই প্রশিক্ষণ দেওয়া হয়। আগামীদিনে জেলার মৎস্যজীবীদের সরাসরি অন্যত্র নিয়ে গিয়ে প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা নিজেরা সহজেই মাছের ডিম ফোটাতে সক্ষম হবেন।
আরও পড়ুন: বৃষ্টি কমলেও জল বাড়ছে এই দুই নদীতে! উলটপুরাণে বন্যা পরিস্থিতি
নবরূপে গঠিত হয় অ্যাকোয়া ফার্মাস অ্যান্ড ফিশারমেন ওয়েলফেয়ার ট্রাস্টের ঝাড়গ্রাম জেলা কমিটি। রাজ্য কমিটির সম্পাদক মদনমোহন মণ্ডল বলেন, আগামী দিনে আমাদের লক্ষ্য রয়েছে এখান থেকে মাছ বিদেশে রফতানি করা। মৎস্য বিজ্ঞানী বৈদ্যনাথ পাল বলেন, প্রশিক্ষণ নেওয়ার পর চাষিরা নিজেরাই নিজস্ব হ্যাচারিতে চারা মাছ তৈরি করে লাভবান হবেন।