অন্যদিকে চাষের জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখন জলের তলায়। মাথায় হাত চাষিদের। তবে পাট চাষিদের জন্য বৃষ্টি ভাল দিক হলেও অন্য ফসল চাষিরাও গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বিপদে পড়েছেন। অপরদিকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন যে কখন ভাগীরথীর জল পাড় উপচে এসে বন্যা হয়ে দেখা দেয়। এক কথায় বলতে গেলে টানা বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে চাষি থেকে শুরু করে মৎস্যজীবী সকলেরই।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে ভাঙা পড়ল তৃণমূলের পার্টি অফিস!
উল্লেখ্য, নদিয়া জেলা কৃষি ও মৎস্যজীবী প্রধান। বহু মানুষ চাষাবাদের পাশাপাশি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন নর্দমা ও ইত্যাদি নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে বৃষ্টির জল বেরোতে না পেরে বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। যার ফলে পুকুর থেকে সমস্ত মাছ রাতারাতি ভেসে গিয়েছে বলে জানান মৎস্যজীবীরা। তাঁরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন, সাহায্যের আশায়।
মৈনাক দেবনাথ