বর্তমান পরিস্থিতিতে ডিঙি নৌকা নিয়ে সারাদিন ভাগীরথীর বুকে ঘুরে বেড়িয়েও তেমন একটা মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। কারণ বৃষ্টির অভাবে জ্বলস্তর অনেক নিচে থাকায় মাছেরা সেভাবে উপরের দিকে উঠে আসছে না। এর ফলে জীবিকা সঙ্কটের মুখে পড়েছেন মুর্শিদাবাদের মৎস্যজীবীরা। কীভাবে সংসার চালাবেন, সন্তানের মুখে কী করে খাবার তুলে দেবেন তা বুঝে উঠতে পারছেন না।
advertisement
আরও পড়ুন: ভাইদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ
অসহায় মৎস্যজীবীরা জানিয়েছেন, ভালো করে বর্ষার বৃষ্টি শুরু হলে তবেই আবার ভাগীরতিতে ঠিক করে মাছ পাওয়া যাবে। বর্ষাকাল শুরু হয়ে গেলেও বৃষ্টির অভাবে মাছ পাওয়া যাচ্ছে না। এমনটা অতীতে হয়নি বলে তাঁরা জানান। সব মিলিয়ে বড় অসহায় অবস্থায় দিন কাটছে জেলার মৎস্যজীবীদের।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2024 1:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishermen Livelihood Crisis: বৃষ্টির অভাবে মাছের দেখা নেই ভাগীরথীতে, মৎস্যজীবীদের পেটে টান