Atrai River: ভাইদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Atrai River: ভাইদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে বিপত্তি ঘটে। নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান বৃদ্ধ অশোক রায়
দক্ষিণ দিনাজপুর: আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। এদিন সকাল দশটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের কংগ্রেস ঘাট সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম অশোক রায় (৬২)। বাড়ি বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায়।
জানা গিয়েছে, ছোটবেলায় আত্রেয়ী নদীতে সাঁতার কেটেছেন অশোকবাবু। তবে কর্মসূত্রে তিনি এখন কলকাতাবাসী। জমি জায়গা ভাগ-যোগ সংক্রান্ত কাজে বুধবার রাতেই কলকাতা থেকে বালুরঘাট এসেছিলেন। বৃদ্ধ অশোকবাবুর সব ভাই-বোন ও আত্মীয়রাও এই উপলক্ষে এসেছিলেন। এদিন সকালে তিন ভাই মিলে একসঙ্গে বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় আত্রেয়ী নদীতে স্নান করতে যান। স্নান সেরে জমিজমার কাগজপত্র সংক্রান্ত কাজে আদালত ও রেজিস্ট্রি অফিসে যাওয়ার কথা ছিল। এদিকে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে আত্রেয়ী এখন জলে টইটুম্বুর। এই পরিস্থিতিতে স্নান করতে নেমেই বিপত্তি ঘটে। নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান বৃদ্ধ অশোক রায়।
advertisement
আরও পড়ুন: কী নেই সংগ্রহশালায়! এলে আপনিই অবাক হবেন
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। ওই বৃদ্ধের সন্ধানে আত্রেয়ী নদীতে তল্লাশি চলছে। তবে এখনও তাঁর সন্ধান মেলেনি। সিভিল ডিফেন্স ও ডুবুরিদের খবর দেওয়া হয়েছে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2024 1:28 PM IST